‘সিঁদুরে’ নাস্তানাবুদ হয় পাক মিসাইল, ‘যুদ্ধের বর্ম’ সেই রুশ S 400-এর সংখ্যা বাড়াচ্ছে ভারত
প্রতিদিন | ০৩ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন শুল্ক খাঁড়ার জেরে রাশিয়ার আরও ঘনিষ্ঠ হয়ে উঠেছে ভারত। এবার সামনে এল তারই এক জ্বলন্ত প্রমাণ। অপারেশন সিঁদুরে পাক মিসাইলকে তছনছ করা ‘যুদ্ধের বর্ম’ S-400 বা সুদর্শনের সংখ্যা বাড়াচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। সম্প্রতি এই ইস্যুতে আলোচনা শুরু হয়েছে রাশিয়ার সঙ্গে।
রুশ প্রতিরক্ষা বিভাগের তরফে জানা গিয়েছে, আরও বেশি করে S-400 মিসাইল সিস্টেম কিনতে ভারত ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু হয়েছে। রুশ সামরিক বিভাগের শীর্ষ আধিকারিক দিমিত্রি শুগায়েভ বলেন, এই আকাশ প্রতিরক্ষা মিসাইল কিনতে ভারত আলোচনা শুরু করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই ভারতে আরও S-400 মিসাইল সিস্টেম সরবরাহ করা হবে। উল্লেখ্য, চিনের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের জেরে ২০১৮ সালে রাশিয়ার সঙ্গে ৫.৫ বিলিয়ন ডলারে ৫টি S-400 কেনার চুক্তি করে ভারত। তবে সেই সরবরাহ নানা কারণে বিলম্বিত হয়। এই চুক্তির শেষ দুটি মিসাইল সিস্টেম ২০২৬-২০২৭ সাল নাগাদ সরবরাহ করা হবে। এরই মাঝে আরও বেশি করে S-400 কেনার বিষয়ে আলোচনা শুরু করল ভারত।
প্রসঙ্গত, পাকিস্তান ও চিনকে নজরে রেখে ৩টি S-400 বা সুদর্শন মোতায়েন রয়েছে রাজস্থান, পাঞ্জাব ও উত্তর-পূর্বে। এই প্রতিরক্ষা ব্যবস্থার রেঞ্জ ৪০০ কিলোমিটার হওয়ায় ভারতের উত্তর, পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চল সম্পূর্ণরূপে নিরাপদ। অপারেশন সিঁদুরের সময় এর মারণ ক্ষমতা প্রত্যক্ষ করেছিল গোটা বিশ্ব। পাকিস্তানের লাগাতার হামলা রুখে দিয়েছিল এই সুদর্শন। মার্কিন শুল্ক চাপের মাঝে আরও বেশি করে সেই মিসাইল কিনতে চলেছে ভারত।