• প্রদেশ কংগ্রেস দপ্তরে হামলা! ৫ দিন পর ট্যাংরা থেকে গ্রেপ্তার রাকেশ সিং
    প্রতিদিন | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • অর্ণব আইচ ও নিরুফা খাতুন: প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে হামলার ঘটনায় অবশেষে পুলিশের জালে বিজেপি নেতা রাকেশ সিং। মঙ্গলবার রাতে ট্যাংরার একটি আবাসন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। আজ, বুধবার ধৃত বিজেপি নেতাকে তোলা হবে আদালতে।

    ঘটনার সূত্রপাত গত শুক্রবার। ওইদিন প্রদেশ কংগ্রেস দপ্তরে ভাঙচুরের ঘটনা ঘটে। রাহুল গান্ধী-সহ কংগ্রেসের নেতাদের ছবি ও তাদের দলীয় পতাকায় আগুনও ধরিয়ে দেওয়া হয়। অভিযোগ, বিজেপি নেতা রাকেশ সিং এবং তাঁর দলবলের নেতৃত্বেই এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পরই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। কিন্তু অভিযুক্ত রাকেশের নাগাল পাচ্ছিল না পুলিশ। গত রবিবার রাতে রাকেশের বাড়িতে পৌঁছে যান পুলিশ আধিকারিকরা। যদিও সেখানে তাঁর খোঁজ পাওয়া যায়নি। এরপরই রাকেশ পুত্র শিবমকে দফায় দফায় জেরা করা হয়। পরবর্তীতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

    যদিও এই ঘটনার পরেই আড়ালে থেকেই একটি ভিডিও বার্তা দেন রাকেশ। যেখানে পুলিশকে হুমকি দেওয়ার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানান। ওই ঘটনার দুদিনের মাথায় গ্রেপ্তার হলেন রাকেশ সিং। মঙ্গলবার রাতে ট্যাংরার একটি আবাসন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা বিষয়টায় প্রবল অস্বস্তিতে বিজেপি।
  • Link to this news (প্রতিদিন)