সল্টলেকের এক আইনজীবী এবং তাঁর ছেলেকে ‘নিগ্রহের’ ঘটনায় পুলিশের কেস ডায়েরি ও তদন্তের অগ্রগতির রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, মামলার পরবর্তী শুনানির দিন ২৭ অক্টোবর এই ঘটনাসংক্রান্ত পুলিশের কেস ডায়েরি ও তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে। এ দিন বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনারের রিপোর্ট হাই কোর্টে জমা দেন রাজ্যের আইনজীবী। তিনি জানান, অভিযুক্ত পুলিশকর্মীকে নিলম্বিত করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। আক্রান্ত আইনজীবী মনুজেন্দ্রনারায়ণ রায় এবং তাঁর ছেলের কৌঁসুলি অনিন্দ্য লাহিড়ী আদালতের নজরদারিতে ঘটনার তদন্তের আর্জি জানান। আদালতের অনুমতি ছাড়া এই ঘটনায় পুলিশ যাতে চার্জশিট জমা না দেয়, সেই আবেদনও জানান অনিন্দ্য।
প্রসঙ্গত, মনুজেন্দ্রনারায়ণ রায় ও তাঁর ছেলেকে ‘বেধড়ক মারধরের’ অভিযোগে উঠেছিল বিধাননগর থানার কর্তব্যরত এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। পুলিশের মারের চোটে ঊরুর হাড় (ফিমার বোন) ভেঙেছেমনুজেন্দ্রনারায়ণের। এই ঘটনার তদন্ত বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনারের নজরদারিতে করার নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত।