• ছাত্রভোট নিয়ে রাজ‍্যের বক্তব‍্য খণ্ডন যাদবপুরে
    আনন্দবাজার | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • রাজ‍্যে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলির অনীহার জেরেই কোথাও ছাত্র সংসদ ভোট হচ্ছে না বলে হাই কোর্টে রাজ‍্যের দাবির উল্টো পিঠে অন‍্য বয়ান উঠে এল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। মঙ্গলবার যাদবপুরের সদ‍্য দায়িত্বে আসা ভারপ্রাপ্ত ডিন অব স্টুডেন্টস বাপ্পা মল্লিক বলেন, “ছাত্র সংসদ ভোট দ্রুত করানোর জন‍্য যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব সময়েই তৈরি। গত বছর এবং এ বছরেও যাদবপুরের তরফে বার বার উচ্চ শিক্ষা দফতরে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। ছাত্র প্রতিনিধিত্ব এবং বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু কাজকর্মের জন‍্য এই ভোট হওয়া খুব জরুরি।”

    এ দিনও এ বিষয়ে প্রশাসনিক বৈঠকের কথা জানিয়ে বাপ্পা বলেন, “একটি ছাত্র সংগঠনের (এসএফআই) তরফে রেজিস্ট্রারের কাছে ছাত্র সংসদ ভোট নিয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান জানতে চাওয়া হয়েছিল। এর পরেই আমরা এ বিষয়ে প্রশাসনিক বৈঠক ডাকি। উচ্চ শিক্ষা দফতরকে ছাত্র সংসদ ভোটের বিষয়টি মনে করিয়ে আমরা ফের চিঠি দিয়েছি।” যাদবপুর সূত্রের খবর, ভারপ্রাপ্ত ডিন ছাড়াও যাদবপুরের কলা, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, আন্তঃবিষয় পাঠের চারটি বিভাগের ডিনেরা বৈঠকে বসেছিলেন। ছাত্র সংসদ ভোটের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান জানতে এ দিনই যাদবপুরে এসএফআইয়ের তরফে রেজিস্ট্রারকে ঘেরাও করা হয়। তার পরেই ডিন বৈঠক ডাকেন।

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআই নেতা অভিনব বসু বলেন, “হাই কোর্টে কল‍্যাণ বন্দ‍্যোপাধ‍্যায় ছাত্র সংসদ ভোট না হওয়ার দায় রাজ‍্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলির উপরেই চাপিয়ে ছিলেন। বোঝা গেল, তাঁরা ঠিক বলছেন না।” যাদবপুর কর্তৃপক্ষের তরফে এ দিন ছাত্রনেতাদের ছাত্র সংসদ ভোট বিষয়ে বিকাশ ভবনের সঙ্গে তাঁদের আদানপ্রদানের নথি দেখান বলেও সূত্রের খবর। তবে ছাত্র সংসদ ভোট নিয়ে কল‍্যাণের বক্তব‍্য প্রসঙ্গে যাদবপুরের ডিন এ দিন কিছু বলতে চাননি।
  • Link to this news (আনন্দবাজার)