• ফরাসি শিল্পির তুলির টান, হাতিবাগানে এ বার ‘অথঃ ঘাট কথা’
    এই সময় | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • এই সময়: চাইনিজ় ইঙ্ক, ব্রাশ ও চিনা কাগজই ফরাসি শিল্পী তমাস আঁরিয়তের ছবি আঁকার মাধ্যম। ফ্রান্স ছাড়াও ইউএসএ, ব্রাজ়িল, জাপান, দক্ষিণ আফ্রিকা এবং পশ্চিম ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ ঘুরে সেখানকার শিল্পশৈলী রপ্ত করেছেন তিনি। এ বার তিনি কলকাতায়, দুর্গাপুজোর কাজে।

    হাতিবাগান সর্বজনীনের ৯০তম বছরে মণ্ডপ সাজানোর দায়িত্ব তমাসের। পুজো কমিটি দাবি, আগে কখনও কোনও বিদেশি শিল্পী কলকাতায় পুজো–মণ্ডপ পরিকল্পনার ভার পাননি।

    পাশেই হুগ‍লি নদীর সুবাদে কলকাতায় প্রচুর ঘাট আছে। নিত্য ব্যবহার ছাড়াও ঘাটে দাঁড়াত জাহাজ, কোথাও চলত নাটকের মহড়া, কোনও ঘাট ছিল কুস্তির আখড়া। বহু ইতিহাসের সাক্ষী হলেও কলকাতার ঘাটগুলি অবহেলিতই। এ বার তাই মণ্ডপে শহরের ঘাটগুলির ইতিহাস তুলে ধরার পরিকল্পনা হাতিবাগান সর্বজনীনের। থিমের নাম ‘অথ ঘাট কথা।’

    এই পুজোর কর্ণধার, কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ মঙ্গলবার বলেন, ‘কলকাতার ঘাটগুলি বন্দর কর্তৃপক্ষের আওতাধীন। ফলে নিজেদের উদ্যোগে সংস্কার করা যায় না, বন্দরের অনুমতি লাগে।’

    কমিটির তরফে প্রিয়দর্শিনী ঘোষ বলেন, ‘তমাস ছাড়াও মণ্ডপসজ্জার দায়িত্বে আছেন তাপস দত্ত। বারাণসীর ঘাটগুলির নিয়মিত সংস্কার হয়, পর্যটকদের আকর্ষণের উপযোগীও করা হয়েছে সেগুলিকে। কিন্তু কলকাতায় তেমনটা নয়। আমাদের মণ্ডপের মাধ্যমে ঘাটের গৌরবময় ইতিহাস তুলে ধরতে চাইছি।’
  • Link to this news (এই সময়)