• হিমাচলে মাণ্ডিতে ফের ভূমিধস, মৃত কমপক্ষে ৬
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩ সেপ্টেম্বর, মাণ্ডি: বৃষ্টির জেরে উত্তর ভারতে বিপর্যয় অব্যাহত। এবার ফের ভূমিধসের জেরে মৃত্যুর ঘটনা ঘটল হিমাচল প্রদেশের মাণ্ডি জেলার সুন্দরনগর এলাকায়। জানা গিয়েছে, ব্যাপক বৃষ্টির জেরে ধসের কারণে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জনের। এছাড়াও, নিখোঁজ আরও দু’জন। নিহতদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য।এছাড়াও, ধসের জেরে দারকি পাহাড় লাগোয়া এলাকায় ১৬টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। পাশাপাশি বিপজ্জনক অবস্থায় রয়েছে আরও ৪০টি বাড়ি। অবস্থার গুরুত্ব বুঝে প্রশাসনের তরফে রেড অ্যালার্ট জারি করে, গোটা গ্রাম খালি করা হয়েছে। স্থানীয়সূত্রে দাবি, গ্রামবাসীরা বিপদ আগেই টের পেয়ে বেশিরভাগ ঘর খালি করে দিয়েছিল ফলে এই এলাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি।প্রশাসন সূত্রে খবর, বিপর্যয়ের জেরে আপাতত জেলার সব স্কুলগুলি অনলাইনে ক্লাস চলছে। পাশাপাশি ভূমিধসের জেরে ১৩৩৩টি রাস্তা বন্ধ রয়েছে। অন্যদিকে আবহাওয়া বিভাগের তরফেও দুপুর ১২টা পর্যন্ত কুল্লু, চাম্বা, কাংড়া এবং মাণ্ডি জেলার কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছিল। পরবর্তী সময়েও বিলাসপুর, হামিরপুর, কিন্নৌর, লাহৌল-স্পিতি, শিমলা, সিরমৌর, সোলান, উনা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
  • Link to this news (বর্তমান)