• বোলপুরে যুবকের রহস্যমৃত্যু, তরুণীর নাম জড়াতেই তোলপাড় এলাকা
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বোলপুর: বোলপুরে রহস্যজনকভাবে মৃত্যু হল রোহিত সাউ (২৩) নামে এক যুবকের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বোলপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দপল্লির ক্যানেল পাড় এলাকায়। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে দাবি, মৃত রোহিতের দীর্ঘদিনের সম্পর্ক ছিল এলাকারই এক তরুণীর সঙ্গে। কিন্তু স্থানীয়দের বক্তব্য, ওই তরুণীর ইতিহাস যথেষ্ট বিতর্কিত। বছর চারেক আগে তাঁর প্রথম বিয়ে হয় দুর্গাপুরে, কিন্তু স্বামী রহস্যজনকভাবে খুন হন। পরে ফের বিয়ে হলেও সেই সংসার টেকেনি; স্থানীয়দের দাবি, দ্বিতীয় স্বামী আত্মহত্যা করেন। এরপরও রোহিতের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে।এলাকাবাসীর অভিযোগ, ওই তরুণীর মায়ের সঙ্গে স্থানীয় বালি ব্যবসায়ীর অবৈধ সম্পর্ক রয়েছে। ফলে রোহিতের মৃত্যুর খবর চাউর  হতেই ওই তরুণীর বাড়ির সামনে মারমুখী হয়ে ওঠে জনতা। পরিস্থিতি সামলাতে বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালের নেতৃত্বে প্রচুর পুলিস ঘটনাস্থলে পৌঁছায়। জনতার রোষের হাত থেকে উদ্ধার করা হয় ওই তরুণী ও তাঁর পরিবারকে। ঘটনায় বোলপুর জুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।
  • Link to this news (বর্তমান)