• হু হু করে বাড়ছে গঙ্গার জলস্তর, সামশেরগঞ্জে ফের ভাঙনের আতঙ্ক!
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ভারী বৃষ্টির জেরে গঙ্গায় বাড়ছে জলস্তর। আর তার জেরেই ফের ভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ জুড়ে। বুধবার সকালে আচমকাই ভাঙনে তলিয়ে গিয়েছে একটি পাকা বাড়ির একাংশ। এছাড়াও বিপজ্জনক ভাবে বেশ কয়েকটি বাড়ি নদীর খাদের কিনারায় ঝুলছে।সূত্রের দাবি, গত ২৪ ঘণ্টায় মুর্শিদাবাদ জেলায় ব্যাপক বৃষ্টিপাত এবং একইসঙ্গে ঝাড়খণ্ড ও বিহারেও ভারী বৃষ্টিপাতের কারণেই বেড়েছে গঙ্গার জলস্তর। ফের একবার বিপদসীমা ছুঁয়ে ফেলে গঙ্গা। সামশেরগঞ্জে জলস্তর রয়েছে ২১.৯০ মিটারের বেশি। এদিন ভোর থেকে ঝুপঝাপ করে নদীতে তলিয়ে যেতে থাকে উঠোন ও পাকা বাড়ির একাংশ।স্থানীয় বাসিন্দারা বলেন, “আগেই আতঙ্কে বাড়ি ছেড়েছিলাম। এতদিন ফাঁকা বাড়িটা ঝুলছিল। আজকে ধীরে ধীরে জলে পড়ে গেল বাড়িটা।”
  • Link to this news (বর্তমান)