• সাতসকালে উলুবেড়িয়ায় মার্মান্তিক দুর্ঘটনা, দোকানে যাওয়ার পথে লরির চাকায় পিষ্ট যুবক
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: সাতসকালে উলুবেড়িয়ার শ্যামপুর রোডে মর্মান্তিক দুর্ঘটনা। বাড়ি থেকে বেরিয়ে নিজের দোকানে যাওয়ার সময় ইট বোঝাই লরির চাকার তলায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। বুধবার সকাল ৬ টা নাগাদ শ্যামপুর থানার বাগান্ডা মনসাতলায় এই দুর্ঘটনাটি ঘটেছে।পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম  শেখ মনিরুল ইসলাম (২৮)। তাঁর বাড়ি শ্যামপুর এলাকাতেই। প্রতিদিনের মত এদিন সকালেও সে কাজে যাওয়ার জন্য বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। বাগান্ডা মনসাতলার কাছে রাস্তার পাশে জমা  করে রাখা মাটিতে আচমকা বাইকের চাকা পিছলে যায় বলে দাবি। ফলে রাস্তায় ছিটকে পড়ে মনিরুল। আর সেই সময়ই ৫৮ গেটের দিক থেকে আসা একটি ইট বোঝাই লরি তাকে চাপা দেয়। চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।দুর্ঘটনার পর পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠিয়েছে। তবে ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরে শ্যামপুর ও উলুবেড়িয়া থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক লরিটিকে আটক করা হলেও চালক পলাতক।
  • Link to this news (বর্তমান)