• হাওড়ায় ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ি, আতঙ্কিত স্থানীয়রা
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার হাওড়ার বৈষ্ণব মল্লিক লেনে ভেঙে পড়ল একটি ১০০ বছরের পুরনো তিনতলা বাড়ির একাংশ। আজ, বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে। যদিও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।স্থানীয় সূত্রে খবর, এদিন পুরনো বাড়ির দোতলার একটি ঘরের বিম আচমকাই ভেঙে পড়ে। বাড়িতে থাকা বাসিন্দারা আতঙ্কে বাইরে ছুটে আসেন। ঘটনাস্থলে যায় হাওড়া থানার পুলিস ও দমকল। প্রশাসন সূত্রে খবর, জরাজীর্ণ এই বাড়িটিকে আগেই বিপদজনক বলে ঘোষণা করেছিল হাওড়া পুরসভা। এরপরেও বাড়ির মালিকের পরিবারসহ প্রায় ৮-১০টি পরিবার ভাড়ায় থাকছিল সেখানে। অতিরিক্ত বৃষ্টির কারণেই বাড়িটি ভেঙে পড়ে বলে প্রাথমিক ভাবে জানিয়েছে দমকল। বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। ঘটনায় আতঙ্কিত প্রতিবেশীরাও।
  • Link to this news (বর্তমান)