গলা পর্যন্ত দেনা! আত্মঘাতী গৃহবধূ, চাঞ্চল্য এলাকায়
বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভাটপাড়ায় দেনার দায়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। গলায় ফাঁস দেওয়া অবস্থায় বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, মৃত মহিলার নাম মহুয়া গঙ্গোপাধ্যায়। তাঁর পরিবারের পক্ষ থেকে বলা হয়, বাড়ি তৈরির জন্য তিনি ছয় লক্ষ টাকা দেনা করেছিলেন। পাওনাদাররা বাড়িতে এসে বারবার টাকা চাইতে থাকে। এমনকি এক পাওনাদারের ছেলে মোবাইল নিয়েও চলে যায়।প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, টাকার তাগাদার কারণেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই মহিলা। পুলিস এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।