প্রসেনজিত্ মালাকার: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিপদ। শিশুকন্যার গায়ে এবার গরম জল ছুঁড়লেন সহায়িকা! গুরুতর আহত অবস্থায় এখন হাসপাতালে ভর্তি ওই শিশু। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল বীরভূমের সিউড়িতে।
সিউড়ি ১ ব্লকের নগরী পঞ্চায়েতের তালডিহি শিশু শিক্ষা কেন্দ্র। আজ, বুধবার দুপুরে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খেতে গিয়েছিল বছর চারেকের এক শিশুকন্যা। পরিবারের লোকেদের অভিযোগ, বাইরে না ফেলে ওই শিশুর গায়েই গরম ছুঁড়ে দেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা পানমুনি হাঁসদা। আর তাতেই গুরুতর আহত হয় শিশুটি। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিত্সা চলছে তার।
এদিকে এই ঘটনার পর অভিযুক্তকে ভিতরে আটকে রেখে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। শেষে পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। উদ্ধার করা হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকাকে।
এর আগে, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীকে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ। গুরুতর জখম হয় ৪ শিশু। অভিযোগ, আমফানের পর অঙ্গনওয়াড়ি শিশু কেন্দ্রটি ভগ্ন হয়ে পড়ে। জরাজীর্ণ অবস্থাতেই চলছিল। এমনকী, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নাকি রান্নার কোনও সরঞ্জামও ছিল না! গ্রামবাসীদের দাবি, শিশুদের খাদ্য সামগ্রী বিক্রি করে রান্নার সামগ্রী কেনা হয়।