ছত্তিশগড়ে গণপতি বিসর্জনের শোভাযাত্রায় দুর্ঘটনা, ভিড়কে পিষে চলে গেল গাড়ি, একাধিক মৃত্যু
প্রতিদিন | ০৩ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ে গণপতি বিসর্জনের শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা। হাইওয়ের উপর দিয়ে শোভাযাত্রা চলাকালীন ভিড়কে পিষে দিয়ে চলে গেল এক বোলেরো গাড়ি। এই ঘটনায় এক মহিলা-সহ ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন ২২ জন। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।
জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১২টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে যশপুর জেলায় বাগিচা চরাইদন্দ সড়কের উপর। কেশব যাদব নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ওই শোভাযাত্রায় অন্তত ১৫০ জন ছিলেন। রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। গাড়িটি রাইকেরার দিক থেকে আসছিল। দুর্ঘটনার পর চালককে ঘিরে ধরে ব্যাপক মারধোর শুরু করে। গাড়িতে থাকা অন্যান্য সওয়ারিরা পালিয়ে যান। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। আহত ২২ জনের মধ্যে ২০ জন হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে দুর্ঘটনার পর ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে রাত ২টো নাগাদ হাসপাতালে যান জেলাশাসক রোহিত ব্যাস। মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। আহতদের চিকিৎসার যাতে কোনও ত্রুটি না হয় তার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান যশপুরের বিধায়ক রাইমনি ভগত। আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে মৃতদের পরিবারকে।