• কোনও গাফিলতি নয়, সব ভোট নিশ্চিত করতে উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে ‘মক পোল’ দুই শিবিরেরই
    প্রতিদিন | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অঙ্ক জটিল। তাই প্রতিপক্ষকে এক ইঞ্চিও জমি ছাড়া নয়। উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে তাই মক পোলের আয়োজন করছে শাসক-বিরোধী দুই শিবিরই। তাৎপর্যপূর্ণভাবে দুই শিবিরের ওই ‘মক পোল’ একই দিনে দিল্লিতে আয়োজিত হবে।

    উপরাষ্ট্রপতি নির্বাচনে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণকে প্রার্থী করেছে বিজেপি। কোনওভাবেই যাতে ক্রস ভোটিং না হয় তার জন্য তৎপর বিজেপি শিবির। ৯ সেপ্টেম্বর নির্বাচন। তার আগের দিন এনডিএ শরিকদের নৈশভোজে ডেকেছেন মোদি। হাজির থাকবেন ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগনমোহন রেড্ডিও। বিজেপি সাংসদদেরও মক ভোটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হবে। এনডিএ সাংসদের ভোট যাতে জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সি পি রাধাকৃষ্ণনের ঝুলিতেই পড়ে, তা নিশ্চিত করতে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের রাজ্যওয়াড়ি দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।

    এবার উপরাষ্ট্রপতি নির্বাচনের লড়াই কঠিন। দু’পক্ষই একে অপরকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রতিদিন নয়া কৌশল নিচ্ছে। এবার যে অনায়াসে জয় আসবে না, খেলার শুরুতেই তা বুঝতে পেরেছে সরকার পক্ষ। বিরোধীরা আগের চেয়ে অনেক সংঘবদ্ধ। তাছাড়া সংসদের দুই কক্ষেই শক্তি কমেছে কেন্দ্রের শাসক দলের। আসলে এবার ইন্ডিয়া জোট আগেরবারের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ। তাঁরাও পালটা মক পোলের আয়োজন করেছে ওই একই দিনে। সূত্রের খবর, সব বিরোধী দলকে ওই মক পোলে অংশ নেওয়ার জন্য ফোন করেছিলেন।

    হিসাব বলছে, এবারের নির্বাচনে অন্তত ৩২৩ ভোট পেতে পারেন বিরোধীদের প্রার্থী বিচারপতি সুদর্শন রেড্ডি। অন্যদিকে এনডিএ প্রার্থীর ভোট পাওয়ার কথা ৪৩০-এর বেশি। অবশ্য যদি সব দলের সব ভোটার পার্টিলাইন মেনে ভোট দেন তবেই। ২১ জন সাংসদের ভোট কোন দিকে পড়তে সেটা স্পষ্ট নয়। বলে রাখা দরকার, উপরাষ্ট্রপতি নির্বাচন জটিল প্রক্রিয়া। সহজ ব্যালটে ভোট হয় না। ব্যালটে নির্দিষ্ট পেন ব্যবহার করে প্রার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় পছন্দ বেছে নেওয়া যায়। প্রথম পছন্দ বেছে নেওয়া বাধ্যতামূলক, দ্বিতীয় বা তৃতীয় পছন্দ কেউ নাও বাছতে পারেন।
  • Link to this news (প্রতিদিন)