• বাড়ি মেরামত করতে গিয়ে দেনায় জর্জরিত! মানসিক অবসাদে চরম সিদ্ধান্ত ভাটপাড়ার বধূর
    প্রতিদিন | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • অর্ণব দাস, বারাকপুর: দেনায় জর্জরিত। পাওনাদারের চাপে অতিষ্ট হয়ে চরম সিদ্ধান্ত নিলেন ভাটপাড়ার মহিলা। বুধবার সকালে ঘর থেকে উদ্ধার হল দেহ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু তদন্ত।

    জানা গিয়েছে, মৃতার নাম মহুয়া গঙ্গোপাধ্যায়। বয়স ৪৩ বছর। ভাটপাড়া পুরসভার ৬নম্বর ওয়ার্ডের রথতলা ফিঙ্গাপাড়া সোনামনি কলোনির বাসিন্দা ছিলেন তিনি। স্থানীয় ও পরিবার সূত্রে খবর, সম্প্রতি বাড়ি মেরামত করেন তিনি। তাতে প্রচুর টাকা ধার-দেনা হয়ে যায়। দিনের পর দিন টাকার জন্য পাওনাদাররা চাপ বাড়াতে শুরু করে মহুয়ার উপর। এক পর্যায়ে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন তিনি। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। এসবের মাঝে বুধবার সকালে ঘর থেকে উদ্ধার হয় মহিলার ঝুলন্ত দেহ। খবর পেয়েই পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পাওনাদারের চাপেই এই ঘটনা।

    এদিকে একইদিনে বারাকপুরের শান্তিবাজার এলাকার বাড়ি থেকে উদ্ধার হল এক প্রৌঢ়ের পচাগলা দেহ। মৃতের নাম জয়ন্ত দেবরায়। তিনি পেশায় ব্যবসায়ী। স্ত্রী ও মেয়ে অন্যত্র থাকেন। প্রতি সপ্তাহে পরিবারের সদস্যরা দেখা করতে আসতেন জয়ন্তবাবুর। জানা যাচ্ছে, শনিবার থেকে তাঁকে ফোন করে পাওয়া যাচ্ছিল না। এরপর বিষয়টি বারাকপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের পুরপিতা তপনকুমার দে-কে জানানো হলে তিনি বিষয়টি পুলিশকে জানান। এরপর দরজা ভাঙতেই উদ্ধার হয় পচাগলা দেহ।
  • Link to this news (প্রতিদিন)