দেব গোস্বামী, বোলপুর: প্রতিবেশী বউদির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জের। যুবককে পিটিয়ে খুনের অভিযোগ প্রেমিকা ও তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। তারপর ঘটনাটাকে আত্মহত্যা প্রমাণে গাছে ঝুলিয়ে দেওয়া হয় দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বোলপুরের সাত নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ স্কুল ক্যানাল পাড়ে। ইতিমধ্যেই মৃতের প্রেমিকা-সহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, মৃতের নাম রোহিত সাউ। তাঁর বয়স ২৩ বছর। বোলপুরের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, বুধবার ভোরে রোহিতকে কেউ বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও সে ফেরেননি। পরে এলাকারই পুকুর পাড়ের একটি গাছ থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তখনই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। স্থানীয়দের দাবি, এলাকারই এক বধূর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল যুবকের। তা নিয়ে অশান্তিও হয়েছে।
অনুমান, সেই অশান্তির জেরেই এই মর্মান্তিক পরিণতি। মৃতের পরিবারের অভিযোগ, পরিকল্পনামাফিক বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় যুবককে। এরপর বিষয়টাকে আত্মহত্যা বলে প্রমাণ করতে দেহ ঝুলিয়ে দেওয়া হয় গাছে। এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। ইতিমধ্যেই এই ঘটনায় বিউটি পার্লারের কর্মী দোয়েল দাস ও তাঁর পরিবারের কয়েকজনকে আটক করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।