• পুলিশের পোশাকে দিনের পর দিন তোলাবাজি! পোলবা থেকে পুলিশের জালে দুই ‘উর্দিধারী’
    প্রতিদিন | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • সুমন করাতি, হুগলি: হুগলি জেলার পোলবা থানায় পুলিশের বড় সাফল্য। উর্দি পরে তোলাবাজির ঘটনায় গ্রেপ্তার দুই ভুয়ো পুলিশ। উদ্ধার পোশাক এবং অস্ত্র। দিল্লি রোডের পাশে সুগন্ধা এলাকার একটি কারখানা থেকে মঙ্গলবার রাতেই ওই দুই গুণধরকে গ্রেপ্তার করে পোলবা থানার পুলিশ।

    বুধবার সকালে হুগলির পোলবা থানায় সাংবাদিক সম্মেলনে ডিএসপি, ডি এন্ড টি প্রিয়ব্রত বক্সি জানান, ধৃতদের মধ্যে একজন বলাগড়ের বাসিন্দা, নাম সৌমদীপ সাঁতরা। তার বয়স ২৮ বছর। অন্যজন প্রতাপ ঘোষ, বয়স ৩৬। প্রতাপের বাড়ি তালান্ডুর মালিপাড়ায়। পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পুলিশের পোশাক, পিস্তল রাখার খাপ, দুটি মোবাইল ফোন এবং গুলি রাখার ব্যাগ। কীভাবে জালে ধরা পড়ল যুবকেরা? প্রিয়ব্রত বক্সি জানিয়েছেন,  “কারখানার মালিকের কাছ থেকে যখন টাকা চায় ওই দুই ব্যক্তি, তখন বিশেষ সূত্রে খবর পেয়ে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে। এর আগেও বিভিন্ন মানুষের কাছ থেকে পুলিশ পরিচয়ে তোলাবাজি করেছে। আমরা ওই দুই ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট কেস করে সদর কোর্টে সিজিএম-এর কাছে পেশ করব।”

    বুধবার ধৃতদের আদালতে তোলা হবে এবং পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন প্রিয়ব্রত বক্সি। তিনি বলেন,  “রিমান্ডের সময়ে তাঁদের জেরা আর কোথায় কোথায় তোলাবাজি করেছে এবং টাকা আত্মস্যাৎ করেছে সেই বিষয়ে তদন্ত করব।” এছাড়াও বিস্তারিত তদন্ত করে ধৃতদের মোটিভ এবং তাঁরা অন্য কোন অপরাধের সঙ্গে যুক্ত তা খুঁজে বের করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরেই ভুয়ো পরিচয়ে এই দুই অভিযুক্ত বিভিন্ন এলাকায় তোলাবাজি করত। 
  • Link to this news (প্রতিদিন)