পথ দুর্ঘটনায় মৃত্যু ঘিরে ১৬ ঘণ্টা পথ অবরোধে তীব্র যানজট! লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হটাল পুলিশ
প্রতিদিন | ০৩ সেপ্টেম্বর ২০২৫
শেখর চন্দ্র, আসানসোল: পথ দুর্ঘটনায় মোটরবাইক আরোহীর মৃত্যু। সেই ঘটনার জেরে প্রায় ১৬ ঘণ্টা ধরে চলল পথ অবরোধ। অবরোধের জেরে ব্যাপক যানজট দেখা যায় আসানসোল-জামতারা আন্তঃরাজ্য সড়কে। অবরোধ তুলতে শেষপর্যন্ত ব্যাপক লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
মঙ্গলবার রাতে একটি বেপরোয়া লরির নিচে পিষ্ট হয়ে মারা যান এক বাইক আরোহী। মৃত যুবকের নাম অশোক মাহাতো। স্থানীয় শ্রীরামপুরের বাসিন্দা অশোক পেশায় এলআইসি এজেন্ট। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। রাত থেকেই স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ শুরু করেন। মঙ্গলবার রাত থেকেই দেন্দুয়া কল্যানেশ্বরী রোড অবরোধ করা হয়। আজ, বুধবার সকাল থেকেও সেই উত্তেজনার আঁচ কমেনি, বরং বাড়ে।
এদিন সকাল থেকে আসানসোল-চিত্তরঞ্জন প্রধান সড়ক অবরোধ করা হয়। অবরোধ চলতে থাকে সালানপুর ব্লকের দেন্দুয়া মোড়েও। ফলে ব্যাপক যানজট দেখা যায়। অবরোধকারীদের দাবি, মৃত অশোক মাহাতোর পরিবারকে অবিলম্বে কমপক্ষে ২০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দিতে হবে। যে ট্রাকের নিচে চাপা পড়েছেন অশোক মাহাতো, সেটি কল্যাণেশ্বরী শিল্পতালুকের। সেই শিল্পতালুকে মৃতের পরিবারের কোনও এক সদস্যকে চাকরিও দিতে হবে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য প্রশাসনিক স্তরে কোনও উচ্চ আধিকারিকের তারা দেখা পাননি বলেও অভিযোগ।
এদিন অবরোধ তুলতে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ ঘটনাস্থলে যায়। বিক্ষোভকারীরা না সরলে শুরু হয় লাঠিচার্জ। বেশ কিছু সময় ধরে লাঠিচার্জের পরে ওই রাস্তা ফাঁকা করে পুলিশ। বিক্ষোভকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। পুলিশের তরফে এসিপি কুলটি জাভেদ হোসেন দাবি করেন, পুলিশ গতকাল রাত থেকে সহনশীলতার পরিচয় দিচ্ছিল। আলোচনার জন্য প্রস্তুত ছিল। কিন্তু অবরোধকারীদের একটা অংশ সকাল থেকেই পুলিশকে লক্ষ্য করে কটুক্তি করতে থাকে। ইট-পাটকেল ছোঁড়া হয়! লাঠি উঁচিয়ে তেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকায় মৃদু লাঠিচার্জ করতে তারা বাধ্য হয়েছেন। ঘটনায় পুলিশের বেশ কয়েকজন আহত হয়েছেন। এমনকী তাঁর পায়েও চোট লাগে। অন্যদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ বিনা প্ররোচনায় অবরোধকারীদের উপর লাঠিচার্জ করেছে। স্থানীয় পথচলতি মানুষকেও মারধর করা হয়েছে! এমনকী যানজটে আটকে থাকা গাড়ির কাঁচও ভেঙেছে পুলিশ!