পুজোর আনন্দে বাধা হবে বৃষ্টি! আশঙ্কার কথা শোনাল হাওয়া অফিস
প্রতিদিন | ০৩ সেপ্টেম্বর ২০২৫
স্টাফ রিপোর্টার: দুর্গাপুজো যখন প্রায় দরজায় কড়া নাড়ছে, ঠিক তখনই দুঃসংবাদ শোনাল আবহাওয়া দপ্তর। পুজোর দিনগুলি মণ্ডপে মণ্ডপে ঘুরে ঘুরে আনন্দ চেটেপুটে নেওয়ার বাসনায় জল ঢালতে পারে বৃষ্টি। এমনই আশঙ্কার কথা শোনাল তারা।
অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বাংলা থেকে বর্ষা বিদায় নিয়ে থাকে। এবার পুজো এগিয়ে এসেছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে পুজো শুরু। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলায় মৌসুমী বায়ুর বিদায়লগ্ন শুরু হয় অক্টোবরে। দ্বিতীয় সপ্তাহের দিকে বাংলা থেকে বিদায় নিয়ে থাকে বর্শা। এবারে বর্ষায় পুজো। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোর পরই বাংলা থেকে বর্ষা বিদায় নেবে। বৃষ্টি মাথায় নিয়ে পুজো মণ্ডপ ঘুরতে হবে দর্শকদের। এমনটাই পূর্বাভাস আবহাওয়া অফিসের।
এদিকে মৌসুমী অক্ষরেখা ফের বাংলায় দিকে অবস্থান করছে। তার দোসর হয়েছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি ক্রমশ শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশার উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা ওড়িশা থেকে বাংলার দিকে এসে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর, পিলানি রাঁচি হয়ে দিঘার উপর দিয়ে দক্ষিণপূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপরে সক্রিয়। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে। সপ্তাহভর বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়ে রেখেছে হাওয়া অফিস।