বিধানসভায় চাকরি বাতিল নিয়ে আলোচনা হোক, মুখ্যমন্ত্রী-স্পিকারকে চিঠি চাকরিহারাদের
প্রতিদিন | ০৩ সেপ্টেম্বর ২০২৫
রমেন দাস: চাকরি বাতিল নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। ইতিমধ্যেই ‘অযোগ্য’দের তালিকা প্রকাশ করেছে এসএসসি। কিন্তু পরীক্ষা দিতেই হবে ‘যোগ্য’দের। যা মানতে নারাজ ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। এবার বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে এই ইস্যুতে আলোচনার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন চাকরিহারা সুমন বিশ্বাসরা।
সুপ্রিম রায়ে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। তা নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে সম্প্রতি ‘অযোগ্য’দের তালিকা প্রকাশ করেছে এসএসসি। এরপরই ফের ‘যোগ্য’দের একাংশ তাঁদের তালিকা প্রকাশের দাবিতে সরব হয়েছেন। পাশাপাশি পরীক্ষার সিদ্ধান্ত বাতিলের দাবিও জানিয়েছে তাঁরা। চাকরিহারাদের দাবি, ফিরিয়ে দেওয়া হোক চাকরি। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে বলেন, “আমাদের মৃত্যুর মুখে ঠেলে দেবেন না।”
এসবের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন চাকরিহারা সুমন বিশ্বাসরা। তাঁদের আর্জি, আগামিকাল অর্থাৎ ৪ ঠা সেপ্টেম্বর বিধানসভায় বিশেষ অধিবেশনের আয়োজন করা হোক। পাশাপাশি সর্বদল বৈঠক ডাকার কথাও বলেন তাঁরা। চাকরিহারাদের তরফে ভিডিও বার্তায় গোটা বিষয়টা জানিয়ে সুমন বিশ্বাস বলেন, “মুখ্যমন্ত্রী ও স্পিকারের সঙ্গে কথা বললে মিলতে পারে রফাসূত্র।”