• SSC মামলা: আত্মসমর্পণ করে জামিনের আবেদন পরেশ অধিকারী ও কন্যা অঙ্কিতার
    প্রতিদিন | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • অর্ণব আইচ: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর বিশেষ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালেন তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী। একাদশ এবং দ্বাদশ শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত দু’জনের বিরুদ্ধেই চার্জশিট দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আজ বুধবার সেই মামলায় আদালতে হাজিরা দেন তৃণমূল নেতা এবং কন্যা অঙ্কিতা। একই সঙ্গে জামিনেরও আবেদনও জানিয়েছেন তাঁরা। অন্যদিকে গ্রুপ সি দুর্নীতি মামলায় এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তৎকালীন আপ্তসহায়ক সুকান্ত আচার্যও।

    বলে রাখা প্রয়োজন, কলকাতা হাই কোর্টের নির্দেশে এসএসসি নিয়োগ মামলায় চাকরি যায় রাজ্যের শিক্ষা দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি যায় তাঁর। অভিযোগ ওঠে, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা পদে প্রাক্তন মন্ত্রীর মেয়ের নিয়োগ বেআইনি। এমনকী প্রভাব খাটিয়ে প্রাক্তন মন্ত্রী তাঁর মেয়েকে চাকরি পাইয়ে দিয়েছিলেন বলেও অভিযোগ সামনে আসে। নিয়োগ দুর্নীতিতে একাধিক সময় সিবিআইয়ের মুখোমুখি হয়েছেন পরেশ এবং তাঁর মেয়ে।

    সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে ‘অযোগ্য’দের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকায় নাম রয়েছে অঙ্কিতার। অন্যদিকে এসএসসি দুর্নীতি মামলায় গত বছর পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে চার্জশিট আদালতে জমা দেয় সিবিআই। দু’জনের বিরুদ্ধেই সমন জারি করে আলিপুর বিশেষ আদালত। সেই সমন পেয়েই এদিন আদালতে মেয়েকে নিয়ে হাজিরা দেন পরেশ। আবেদন জানান জামিনের।

    অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের তৎকালীন এটিএম সহায়ক সুকান্ত আচার্য ছাড়াও এদিন নবম ও দশম, একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ এবং গ্রুপ সি মামলায় আদালতে হাজিরা দিলেন এসএসসি কর্তা ও আধিকারিক সমরজিৎ আচার্য ও পর্ণা বসু। তাঁদের বিরুদ্ধেও আদালতে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। হাজিরা দিয়ে এদিন জামিনের আবেদন জানিয়েছে নাইসা এবং নাইসার দুই আধিকারিক নীলাদ্রি দাস ও পঙ্কজ বনশল।

    শুধু তাই নয়, নবম ও দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় আইনজীবীর মাধ্যমে ফের একবার আদালতে জামিনের আবেদন জানান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রুপ সি মামলায় তাঁকেও গ্রেপ্তার করা হয়ছে। যদিও সবার জামিনের বিরোধিতা করা হয়েছে সিবিআই’য়ের তরফে। এদিন আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, ”প্রতিটি মামলার ক্ষেত্রে এদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সমাজে এর প্রভাব পড়েছে।”

    আজ বুধবার তিনটি মামলায় একাধিক এজেন্ট, সাব এজেন্ট যাঁদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, তাঁরা আদালতে হাজিরা দিয়েছেন। এবং জামিনের আবেদন করেন। মোট ৭৫ জনকে হাজিরা দিতে বলা হয়। যদিও অনেকেই এদিন হাজিরা দেননি।
  • Link to this news (প্রতিদিন)