• এসি লোকাল দাঁড়াতে হবে অশোকনগরে, নইলে বৃহত্তর আন্দোলন, স্টেশন মাস্টারের ঘরে ঢুকে হুঁশিয়ারি বিধায়কের
    এই সময় | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • বনগাঁ-শিয়ালদহ শাখায় নতুন এসি লোকাল চালু হচ্ছে। তবে দত্তপুকুর, হাবরা স্টেশনে দাঁড়ালেও, এ ট্রেনের স্টপেজ তালিকা থেকে নাম কাটা গিয়েছে অশোকনগর রোড স্টেশনের। কেন অশোকনগরে এসি ট্রেন দাঁড়াবে না? তা নিয়ে ক্ষোভ রয়েছে এখানকার বাসিন্দাদের। এ বার সেই প্রশ্ন তুলে সটান স্টেশন মাস্টারের ঘরে হাজির অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী।

    আগামী ৫ সেপ্টেম্বর বনগাঁ-শিয়ালদহ শাখায় এসি লোকাল ট্রেন চালু হচ্ছে। স্টপেজ থাকছে বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম, বারাসত, দত্তপুকুর, হাবরা, গোবরডাঙা, ঠাকুরনগর, বনগাঁ।

    এ দিন নারায়ণ গোস্বামী স্টেশন মাস্টারকে জানিয়ে দেন, অশোকনগরে এসি ট্রেন না দাঁড়ালে বড়সড় আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। এই বিষয়টি নিয়ে জেলাশাসক-সহ ডিআরএমের কাছেও অভিযোগ জানাবেন বলে জানান।

    শিয়ালদা-বনগাঁ শাখায় এসি লোকাল ট্রেন চলবে, কিন্ত অশোকনগরে সেই ট্রেন দাঁড়াবে না। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়াতেই প্রতিবাদে সরব হন অশোকনগরের বাসিন্দারা। এ দিন অশোকনগরের স্টেশন মাস্টার প্রদীপকুমার বিশ্বাসের ঘরে গিয়ে বিধায়ক সরাসরি জানতে চান, এসি ট্রেন কি অশোকনগরে দাঁড়াবে? স্টেশন মাস্টার জানান, না।

    বিধায়ক এর পরে জানতে চান, কেন এই সিদ্ধান্ত? জানা গিয়েছে, স্টেশন মাস্টার তার কোনও যথার্থ কারণ দর্শাতে না পারায় নারায়ণ বিশ্বাস জানান, অশোকনগরের মানুষের স্বার্থে এই আন্দোলন যতদূর নিয়ে যেতে হয়, যাবেন। এই আন্দোলনের জেরে ট্রেন পরিষেবা ব্যাহত হলে তার দায়ও নিতে হবে রেলকে।

    বিধায়কের দাবি, অশোকনগর স্টেশন থেকে ভালো আয় করে রেল। প্রচুর যাত্রী এখানে। তাঁরা কোনও ভাবেই এই বঞ্চনা মেনে নেবেন না বলে জানান তিনি। এই নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে SFI-DYFI।

  • Link to this news (এই সময়)