• মেট্রো সংযোগে গুরুত্ব বাড়ছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের, ভিড় সামলাতে বড় পদক্ষেপ রেলের
    এই সময় | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত হলুদ লাইন চালু হওয়ার পর যাত্রী সংখ্যা বেড়েছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। যাত্রীদের সুবিধার্থে নতুন দু’টি ফুট ওভারব্রিজ নির্মাণের পরিকল্পনা রেলের। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের দুই প্রান্তে দু’টি ওভারব্রিজ নির্মাণ করা হবে।

    রেল সূত্রে খবর, মেট্রোর নতুন রুট চালু হতে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের যাত্রীসংখ্যা বেড়েছে প্রায় ৬০ শতাংশ। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৬৫ হাজার যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। মোট ১৩ কোটি টাকা ব্যয়ে দুটি ওভারব্রিজ তৈরি হবে। দুর্গাপুজোর পর থেকেই কাজ শুরু হবে। ফেব্রুয়ারি–মার্চ, ২০২৬-এর মধ্যে কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি রেলের।

    ৬ মিটার চওড়া ফুট ওভারব্রিজ, যা দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনকে প্ল্যাটফর্ম ১ ও সেখান থেকে প্ল্যাটফর্ম ২ ও ৩-এর সঙ্গে যুক্ত করবে। এছাড়াও প্ল্যাটফর্ম ১-এ এসকেলেটর, মেট্রো দিকের প্ল্যাটফর্ম ২ ও ৩-এ লিফট এবং রেলওয়ে সার্কুলেটিং এলাকায় লিফট থাকছে।

    বারাসত (বিটি) দিকের প্রান্তে ৬ মিটার চওড়া ফুট ওভারব্রিজ তৈরি হবে। এই ব্রিজ প্ল্যাটফর্ম ১, ২ ও ৩-কে একে অপরের সঙ্গে সংযুক্ত করবে। নতুন ‘পে অ্যান্ড ইউজ’ টয়লেট ব্লক, মেট্রো দিকের দুটি নতুন বুকিং উইন্ডো, ভিড় সামলাতে যাত্রীদের সুবিধার জন্য প্ল্যাটফর্ম উঁচু করা হবে।

  • Link to this news (এই সময়)