• ভারতীয় রেলের কর্মীদের জন্য সুখবর, এসবিআই-এর সঙ্গে কোন চুক্তি করল রেল
    আজকাল | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় রেলওয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। যার মাধ্যমে রেল কর্মচারী ও তাঁদের পরিবারকে উল্লেখযোগ্য বীমা সুবিধা প্রদান করা হবে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী যেসব কর্মচারীর বেতন অ্যাকাউন্ট এসবিআই-তে রয়েছে তাঁরা এখন দুর্ঘটনাজনিত মৃত্যুতে ১ কোটি টাকার বীমা কভার পাবেন। 

    এর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারী গ্রুপ ইনসুরেন্স স্কিম অনুযায়ী গ্রুপ–A কর্মচারীদের জন্য কভার ছিল ১.২০ লক্ষ টাকা, গ্রুপ–B কর্মচারীদের জন্য ৬০ হাজার টাকা এবং গ্রুপ–C কর্মচারীদের জন্য ৩০ হাজার টাকা।

    এই সমঝোতা স্মারকের অংশ হিসেবে এসবিআই–তে বেতন অ্যাকাউন্ট থাকা সব রেল কর্মচারী স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রেও ১০ লক্ষ টাকার বীমা সুবিধা পাবেন। বিশেষ বিষয় হল এই সুবিধা পেতে কোনও প্রিমিয়াম প্রদান বা চিকিৎসা পরীক্ষার প্রয়োজন হবে না। ফলে এটি কর্মচারী ও তাঁদের পরিবারের জন্য যথেষ্ট উপযোগী ও সুরক্ষামূলক একটি উদ্যোগ। রেল মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এসবিআই–তে শুধুমাত্র বেতন অ্যাকাউন্ট থাকা প্রতিটি রেল কর্মচারী এখন স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রেও ১০ লক্ষ টাকার বীমা কভার পাবেন, কোনও প্রিমিয়াম বা মেডিক্যাল পরীক্ষার শর্ত ছাড়াই।”প্রায় ৭ লক্ষ রেল কর্মচারীর বেতন এসবিআইয়ের মাধ্যমে দেওয়া হয়। ফলে এই উদ্যোগ রেলওয়ের বৃহৎ অংশের কর্মীবাহিনীকে সরাসরি উপকৃত করবে। রেল মন্ত্রক এই সমঝোতাকে সহানুভূতিপূর্ণ ও কর্মীবান্ধব পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে।

    ১ কোটি টাকার দুর্ঘটনাজনিত কভারের বাইরে এই চুক্তির মাধ্যমে আরও বেশ কিছু সম্পূরক বীমা সুরক্ষা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে বিমান দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে ১.৬০ কোটি টাকার কভার, এর পাশাপাশি রুপে ডেবিট কার্ডে অতিরিক্ত ১ কোটি টাকার কভার, ব্যক্তিগত দুর্ঘটনায় স্থায়ী সম্পূর্ণ অক্ষমতার কভার ১ কোটি টাকা এবং ব্যক্তিগত দুর্ঘটনায় স্থায়ী আংশিক অক্ষমতার ক্ষেত্রে সর্বোচ্চ ৮০ লক্ষ টাকার কভার।

    রেল মন্ত্রক জোর দিয়ে বলেছে, এই চুক্তি সব স্তরের কর্মচারীদের জন্য উপকারী হবে, বিশেষত গ্রুপ–C–এর ফ্রন্টলাইন কর্মীদের জন্য, যাঁরা প্রায়শই বেশি পেশাগত ঝুঁকির মুখে পড়েন। আর্থিক সুরক্ষা বৃদ্ধির মাধ্যমে এই সমঝোতা স্মারক ভারতীয় রেলওয়ের মেরুদণ্ডস্বরূপ কর্মীবাহিনীকে শক্তিশালী করার লক্ষ্যেই নেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)