• দেশের সবচেয়ে বেশি মদ্যপায়ী রয়েছেন কলকাতাতেই! তিলোত্তমার চেয়ে অনেক পিছিয়ে রয়েছে দিল্লি, মুম্বই...
    আজকাল | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কারও জন্মদিন হোক বা বিয়ে, যেকোনো ধরণের উদযাপনই অ্যালকোহল ছাড়া অসম্পূর্ণ। পানি এবং চা-এর পরেই অ্যালকোহলযুক্ত পানীয় হল বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত পানীয়। হুইস্কি, রাম বা বিয়ার যাই হোক না কেন, অ্যালকোহলযুক্ত পানীয় হল বিশ্বজুড়ে যে কোনও উদযাপনের প্রাণ। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতেও অ্যালকোহলযুক্ত পানীয়ের বিশাল বাজার রয়েছে, তবে, কিছু ভারতীয় রাজ্য রয়েছে যেখানে অ্যালকোহল নিষিদ্ধ করা হয়েছে। এই 'শুষ্ক রাজ্যগুলিতে', মদ তৈরি, বিক্রি এবং সেবন নিষিদ্ধ। কিন্তু আপনি কি জানেন কোন শহরে সবচেয়ে বেশি অ্যালকোহল সেবন হয়? আচ্ছা যদি আপনি ভাবছেন যে এটি চণ্ডীগড়, দিল্লি বা বেঙ্গালুরু, তাহলে আপনি ভুল। আসুন জেনে নেওয়া যাক ভারতের সবচেয়ে বেশি অ্যালকোহল সেবনকারী শহর কোনটি।

    অ্যালকোহল হল প্রাচীনতম পানীয়গুলির মধ্যে একটি। এটি বিশ্বজুড়ে বিভিন্ন রূপে পান করা হয়। সবচেয়ে বেশি ব্যবহৃত মদ্যপ পানীয় হল বিয়ার, ওয়াইন, হুইস্কি এবং রাম। ভারতে জনসংখ্যা সবচেয়ে বেশি, ফলে এ দেশে মদ্যপানের হারও ঊর্ধ্বমুখী। চলতি বছর ১১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা (NFHS) অনুসারে, ২২.৪ শতাংশ ভারতীয় পুরুষ মদ্যপান করেন। 

    কোন ভারতীয় শহর সবচেয়ে বেশি মদ্যপান করে?

    ভারতে প্রতি বছর কোটি কোটি লিটার অ্যালকোহল সেবনের পরিমাণ বাড়ছে। অর্থনৈতিক গবেষণা সংস্থা 'ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস'  (ICRIER) এবং আইন পরামর্শদাতা সংস্থা PLR চেম্বার্সের একটি প্রতিবেদন অনুযায়ী, দেশে ১৬ কোটিরও বেশি মানুষ অ্যালকোহল সেবন করেন। প্রতিবেদনে বলা হয়েছে যে ছত্তিশগড় সবচেয়ে বেশি অ্যালকোহল সেবনকারী রাজ্যগুলির মধ্যে রয়েছে। মধ্য ভারতের এই রাজ্যে, প্রায় ৩৫.৬ শতাংশ মানুষ অ্যালকোহল পান করতে পছন্দ করেন।

    কিন্তু যদি আমরা সবচেয়ে বেশি অ্যালকোহল পানকারী শহরের কথা বলি, তাহলে মুকুটটি যায় কলকাতার - দ্য সিটি অফ জয়ের কাছে। ২০২১ সালের সমীক্ষা অনুসারে, কলকাতায় অ্যালকোহল সেবনের হার ৩২.৯ শতাংশ।

    প্রতিবেদন অনুযায়ী, ভারতের অন্যান্য প্রধান শহরের তুলনায় কলকাতায় অ্যালকোহল সেবনের হার বেশি। সমীক্ষায় অন্তর্ভুক্ত অন্যান্য শহরগুলির মধ্যে রয়েছে দিল্লি, মুম্বই এবং বেঙ্গালুরু। তবে, এই জায়গাগুলিতে মদ্যপানের হার কলকাতার মতো বা তারও বেশি হতে পারে। দ্য ইকোনমিক টাইমসের ২০২১ সালের প্রতিবেদন অনুসারে, পশ্চিমবঙ্গে প্রায় ১.৪ কোটি মানুষ মদ্যপান করে।

    ভারতে দ্বিতীয় সর্বোচ্চ মদ্যপানকারী শহর

    কলকাতার পরেই রয়েছে জাতীয় রাজধানী দিল্লি, যা মদ্যপানের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। দিল্লিতে মদ্যপানের হার ৩১ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে চণ্ডীগড়, যেখানে ২৯.১ শতাংশ মানুষ মদ্যপান করেন। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বইতে প্রায় ২৮.১ শতাংশ মদ্যপানকারী রয়েছেন। লখনউতে, এই সংখ্যা প্রায় ২৭.৯ শতাংশ। দেশের আইটি হাব বেঙ্গালুরুতে ২৭.৩ শতাংশ মদ্যপানকারী রয়েছেন। পুনেতে, যারা মদ্যপান করতে ভালোবাসেন তাদের সংখ্যা ২৬.২ শতাংশ। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত ভুবনেশ্বরে, ২৪.৯ শতাংশ মানুষ মদ্যপান করেন।
  • Link to this news (আজকাল)