• সাগরে আরও ঘনীভূত নিম্নচাপ অঞ্চল! কিছুক্ষণেই তুমুল দুর্যোগ শুরু হবে এই পাঁচ জেলায়, জারি কমলা সতর্কতা...
    আজকাল | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সাগরে বুধবার রাতে নিম্নচাপ অঞ্চল আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে, নিম্নচাপ অঞ্চল আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি করেছে। পুজোর আগে ফের দুর্যোগ রাজ্যের জেলায় জেলায়। বুধবার বিকেলে হাওয়া অফিস জানিয়েছে, দুর্যোগ চলবে এই বেলাতেও। হাওয়া অফিসের সতর্কতা-

    আগামী কয়েকঘণ্টায় কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগণা, পশ্চিম মেদিনীপুর, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুত, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দমকা বাতাস বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৮০ কিলোমিটার বেগে।

    অন্যদিকে, হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুতের সঙ্গে তীব্র বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। রাজ্যের জেলায় জেলায় সেপ্টেম্বরেও এই দুর্যোগের কারণ ফের সাগরে ঘনানো নিম্নচাপ। হাওয়া অফিস এই নিম্নচাপ সম্পর্কে আগেই তথ্য দিয়েছিল।

     উত্তর–পূর্ব বঙ্গোপসাগরে মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় তৈরি ঘূর্ণাবর্তটি মঙ্গলবারই নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। বুধবার তা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার সকাল থেকেই একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। পুজোর মুখে বারবার নিম্নচাপ এবং তার জেরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্রমশ আশঙ্কা তৈরি হচ্ছে মানুষের মনে। তবে কি এবারের পুজো ভাসাবে বৃষ্টি? তার উত্তর অবশ্য সময় দেবে।

    হাওয়া অফিস জানিয়েছে, বাংলার প্রায় প্রতিটা জেলাতেই বুধবার বৃষ্টি হবে এই নিম্নচাপের জেরে। তার মধ্যে আবার সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তাল হবে সমুদ্রও।  হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি ওড়িশার উপর দিয়ে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করবে। পাশাপাশি একটি মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানির, চুরু, গুনা হয়ে মধ্যপ্রদেশের জবলপুরের উপর দিয়ে ওডিশার কেওনঝাড় হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত এগিয়েছে। 

    অক্ষরেখা এবং নিম্নচাপের জোড়া ফলায় বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে সাত থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রতিটা জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় বৃষ্টির প্রাবল্য বেশি থাকবে। এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। 

    উত্তরবঙ্গের জেলায় জেলায় এই সময়কালে তীব্র বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানানো হয়েছিল। একই সঙ্গে হাওয়া অফিস জানিয়েছিল-৪ সেপ্টেম্বর-

    দক্ষিণবঙ্গজুড়ে বিক্ষিপ্তভাবে ঝড়-জলের সম্ভাবনা। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় এক বা দুটি জায়গায় বজ্রপাত এবং ঝড়ো হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা বেগে) বজ্রপাতের সম্ভাবনা।

    ৫ সেপ্টেম্বর-দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা। সাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কারণে মৎসজীবীদের ২ তারিখ থেকে ৪ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

    পরিস্থিতি বিচারে ২ থেকে ৪ তারিখ পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেপ্টেম্বরে মাসের শেষের দিকেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার আগে ফের এক দফায় নিম্নচাপে ভ্রূকুটি। এর জেরে নতুন করে প্রবল বৃষ্টির সম্ভাবনা। তাই দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কুমোড়পাড়ায়। চিন্তায় পুজোকর্তারাও।  
  • Link to this news (আজকাল)