জল-যন্ত্রণায় স্তব্ধ দিল্লি, বন্ধ করে দেওয়া হল শ্মশান, ব্যাহত উড়ান পরিষেবাও
বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর: গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। জলমগ্ন রাজধানীর পথঘাট। এর মধে্য বিভিন্ন রাস্তায় দীর্ঘ যানজটের কারণে দুর্ভোগ আরও বেড়েছে। একই অবস্থা নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ ও ফরিদাবাদের। বৃষ্টির কারণে এদিনও বিপর্যস্ত উড়ান পরিষেবা। দৃশ্যমানতা কম থাকায় বিমানের ওঠা-নামায় সমস্যা হচ্ছে। সন্ধ্যা ৫টা পর্যন্ত ২৭৩ উড়ানের অবতরণে দেরি হয়েছে। আর নির্ধারিত সময়ের পরে উড়ে গিয়েছে অন্তত ৭৩টি উড়ান।
প্লাবিত হওয়ায় দিল্লির নিগম ঘাট শ্মশান এদিন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শেষকৃত্যের জন্য দেহগুলি পাঠানো হচ্ছে পাশের পাঁচকুইয়ান শ্মাশানে। বন্যার জল ঢুকে গিয়েছে যমুনা বাজারের ত্রাণ শিবিরেও। ফলে শিবিরে আশ্রয়কারীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আইজিআই বিমানবন্দরের কাছে গুরুত্বপূর্ণ একটি রাস্তা জলে ঢুবে গিয়েছে। কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে গাড়ির চাকা। নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। শহরের িবভিন্ন এলাকাতেও একই দৃশ্য দেখা গিয়েছে। গুরুগ্রামের বিভিন্ন রাস্তাতেও জল জমে আছে। যার জেরে ব্যাহত স্বাভাবিক জনজীবন।
এর মধ্যে যমুনার জলস্তর ক্রমশ বাড়ছে। আর তাতে চিন্তার ভাঁজ পড়েছে সরকারি আধিকারিকদের। আজ, বুধবার সাড়ে সাত হাজারের বেশি মানুষকে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া হয়েছে। এজন্য খোলা হয়েছে ২৫টি ত্রাণ শিবির।