তেলের পরে এবার ‘সুদর্শন চক্র’, মার্কিন রক্তচক্ষু উপেক্ষা করে নয়া সিদ্ধান্ত ভারতের
বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর: রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপরে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপিয়েছে আমেরিকা। তাতে কী! জাতীয় স্বার্থের সঙ্গে কোনও সমঝোতা নয় বলে ইতিমধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। ফলে রুশ তেল আমদানি বন্ধ হয়নি। আর এবার ট্রাম্পের রক্তচক্ষু উপেক্ষা করে পুতিনের েদশের থেকে আরও এস-৪০০ কেনার বিষয়ে আলোচনা চালাচ্ছে মোদি সরকার। এই ‘সুদর্শন চক্র’গুলি হাতে চলে এলে আরও সুরক্ষিত হবে ভারতের আকাশ। এখানেই শেষ নয়, খুব শীঘ্রই ভারতীয় সেনার ভান্ডারে যুক্ত হতে চলেছে এস-৪০০-এর আরও দু’টি ইউনিট। আগামী দু’বছরের মধ্যে সেগুলি নয়াদিল্লিকে সরবরাহ করা হবে বলে আশ্বস্ত করেছে মস্কো।
সীমান্তে চীনের সামরিক তৎপরতার প্রেক্ষিতে ২০১৮ সালে এস-৪০০-এর পাঁচটি ইউনিট কেনার সিদ্ধান্ত নেয় ভারত। খরচ ধরা হয় ৩৯ হাজার কোটি টাকা। ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে তিনটি রপ্তানি করে রাশিয়া। সেগুলি উত্তর ও পশ্চিম সীমান্তে মোতায়েন রয়েছে। বাকিগুলি রপ্তানি করা নিয়ে গড়িমশি করছিল মস্কো। সম্প্রতি সেদেশে সফরের সময় এনিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এর পরে টনক নড়ে পুতিন সরকারের। সম্প্রতি তারা জানিয়েছে, এস-৪০০-এর বাকি দু’টি ইউনিট ২০২৬ ও ২০২৭ সালে হাতে পাবে দিল্লি।
অপারেশন সিন্দুর পর্বে কামাল দেখিয়েছে এস-৪০০ প্রতিরক্ষা বর্ম। পাক এয়ার স্ট্রাইক রুখে দিয়ে এটি বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়েছিল। ইজরায়েলের বিখ্যাত ‘আয়রন ডোম’-এর সঙ্গে এস-৪০০ ব্যবস্থার তুলনা করেন অনেকে।