• বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত দিল্লি, বহু এলাকায় লাল সতর্কতা, দুর্যোগে বিলম্ব ৩৪০ উড়ানে
    প্রতিদিন | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরম যখন পোড়াচ্ছে গোটা দেশ, সেই এপ্রিল-মে মাসেই সাবধান করেছিল মৌসম ভবন—চলতি মরশুমে বিপুল বৃষ্টিপাত হবে। চলবে সেই অক্টোবর অবধি। অক্ষরে অক্ষরে সেই ভবিষ্যদ্বাণী মিলিয়ে রাজ্যে রাজ্যে চলছে ভয়ংকর বর্ষণ। যা থেকে মেঘভাঙা বৃষ্টি, বন্যা, ধস নামার মতো ঘটনায় মৃত্যু হচ্ছে মানুষের, ভেঙে পড়ছে যোগাযোগ ব্যবস্থা। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র, জম্মু-কাশ্মীরের পর একটানা ভারী বর্ষণ বিপর্যস্ত দিল্লি। রাজধানী লাগোয়া নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ এবং ফরিদাবাদও জলে ভাসছে। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। এদিন নয়াদিল্লি বিমানবন্দরের ৩৪০টি উড়ান দেরিতে ওঠা-নামা করে।

    রাজধানীর সফদরজং, কাশ্মীর গেট, কনট প্লেস, ইন্ডিয়া গেট এবং অন্য এলাকায় মঙ্গলবারের মতোই বুধবারও একটানা বৃষ্টি চলছে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের লাগোয়া এলাকা জলমগ্ন। এর ফলে ওই এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। অন্যদিকে গুরুগ্রামের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন থাকায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বুধবার বিকেল ৫টা পর্যন্ত দিল্লি বিমানবন্দরে দুর্যোগের জেরে নামতে দেরি হয়েছে ২৭৩টি উড়ানের। অন্যদিকে দেরিতে আকাশে ওড়ে ৭৩টি বিমান।

    মৌসম ভবন বিকেল সাড়ে চারটে অবধি লাল সতর্কতা (অতি ভারী বৃষ্টিপাত) জারি করেছে দিল্লি এনসিআরের বিস্তীর্ণ অঞ্চলে। এর মধ্যে রয়েছে মধ্য, পূর্ব, উত্তরপূর্ব, দক্ষিণ, দক্ষিণপূর্ব দিল্লি। এরপর সাড়ে সাতটা অবধি হলুদ (ভারী বৃষ্টিপাত) সতর্কতা রয়েছে এই এলাকাগুলিতে। এছাড়াও সন্ধে সাড়ে ছটা পর্যন্ত নয়ডা, গাজিয়াবাদ, ফরিদাবাদে কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন। গতকালই দেখা গিয়েছিল যমুনার জল উপচে ঢুকে পড়েছে তীরস্থ এলাকার বাড়িগুলিতে। সব জলযন্ত্রণায় নাজেহাল মানুষ।
  • Link to this news (প্রতিদিন)