• ‘ছড়ি ঘোরানো’ আমেরিকাকে থোড়াই কেয়ার, রুশ বন্ধুত্বে বিস্তর লাভ ভারতের
    প্রতিদিন | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কঠিন সময়ে একে অপরের পাশে থাকে ভারত এবং রাশিয়া। চিন সফরে গিয়ে এই কথাই বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই কথাকেই সত্যি প্রমাণ করছে রাশিয়া। তেল থেকে শুরু করে যুদ্ধবিমান, রাশিয়া থেকে সবকিছুই আমদানি করছে ভারত। অর্থাৎ, ডোনাল্ড ট্রাম্পের যাবতীয় চোখরাঙানি উপেক্ষা করেই বন্ধুর সঙ্গে পুরনো সম্পর্ক আরও দৃঢ় করছে নয়াদিল্লি।

    রুশ প্রতিরক্ষা বিভাগ সূত্রে খবর, আরও বেশি করে S-400 মিসাইল সিস্টেম কিনতে ভারত ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু হয়েছে। রুশ সামরিক বিভাগের শীর্ষ আধিকারিক দিমিত্রি শুগায়েভ বলেন, এই আকাশ প্রতিরক্ষা মিসাইল কিনতে ভারত আলোচনা শুরু করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই ভারতে আরও S-400 মিসাইল সিস্টেম সরবরাহ করা হবে। উল্লেখ্য, চিনের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের জেরে ২০১৮ সালে রাশিয়ার সঙ্গে ৫.৫ বিলিয়ন ডলারে ৫টি S-400 কেনার চুক্তি করে ভারত। সম্প্রতি অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের আক্রমণ ব্যর্থ করে দেয় এই S-400।

    অন্যদিকে শোনা গিয়েছে, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের জন্য রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানির বরাত দেওয়া হয়েছে ভারতের তরফে। তার কারণ সম্প্রতি ব্যারেলপ্রতি তিন ডলার ছাড় দেওয়া হয়েছে রুশ তেলে। হিসাব অনুযায়ী, এই ছাড়ের অঙ্কটা ৫ শতাংশ। প্রসঙ্গত, ভারত প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল আমদানি এবং ব্যবহার করে। ফলে প্রতি ব্যারেলে তিন ডলার ছাড়টাই শেষ পর্যন্ত ভারতের জন্য বিরাট অঙ্কের সাশ্রয় হবে। দেশের বিদেশি মুদ্রা ভাণ্ডার থেকেও ব্যয় কমবে।

    রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে ভারত-রাশিয়া সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতিতে এক অন্য মাত্রা যোগ করেছে। বিশ্লেষকদের মতে, অতিরিক্ত পশ্চিম নির্ভরতা থেকে বেরিয়ে এসে নিজের লাভের কথা ভেবেই বিদেশনীতি সাজাচ্ছে নয়াদিল্লি। আমেরিকার ‘ছড়ি ঘোরানো’র মানসিকতাকে উপেক্ষা করে নিজেদের শক্তিকে বিশ্বমঞ্চে তুলে ধরছে ভারত। আর মার্কিনবিরোধী এই নীতিতে ভারতের পাশে থাকছে চিন-রাশিয়ার মতো দেশগুলিও।
  • Link to this news (প্রতিদিন)