• পাঞ্জাবে মৃত ৩৭, দিল্লিতে রেকর্ড ২০০ মিটারেরও বেশি বাড়ল যমুনার জলস্তর! বিধ্বস্ত উত্তর ভারত
    প্রতিদিন | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত গোটা উত্তর ভারত। বন্যাবিধ্বস্ত পাঞ্জাবে মৃতের সংখ্যা বেড়ে ৩৭-এ পৌঁছে গিয়েছে। অন্যদিকে, দিল্লিতে যমুনা নদীর জলস্তর বেড়ে গিয়েছে ২০৭.৪১ মিটার। ভাসছে রাজধানীর একাধিক এলাকা। সবমিলিয়ে প্রকৃতির রোষের মুখে পড়ে দিশেহারা উত্তর ভারত। অসহায় লক্ষ লক্ষ মানুষ।

    গত ৩৭ বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব। লাগাতার অতিভারী বৃষ্টির জেরে জলের নিচে চলে গিয়েছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা। লাফিয়ে বাড়ছে মৃত্যু। গুরুতর এই পরিস্থিতিতে পাঞ্জাবকে ‘বিপর্যস্ত রাজ্য’ হিসেবে ঘোষণা করেছে আপ সরকার। পরিস্থিতি এতটাই খারাপ যে উদ্ধারকাছে নামতে হয়েছে ভারতীয় সেনার তিন বাহিনী। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২৩টি দল উদ্ধারকাজ চালাচ্ছে রাজ্যে। ইতিমধ্যেই ৩৭ জনের মৃত্যু হয়েছে পাঞ্জাবে।

    প্রবল বৃষ্টির জেরে বন্যায় ভাসছে দিল্লিও। রাজধানীর সফদরজং, কাশ্মীর গেট, কনট প্লেস, ইন্ডিয়া গেট এবং অন্য এলাকায় মঙ্গলবারের মতোই বুধবারও একটানা বৃষ্টি চলছে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের লাগোয়া এলাকা জলমগ্ন। এর ফলে ওই এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। হু হু করে বাড়ছে যমুনা নদীর জলস্তর। বুধবার রাত ৯টার সময়ে জানা যায়, দিল্লিতে রেকর্ড বেড়েছে যমুনা নদীর জলস্তর। ২০৭.৪১ মিটার বেড়েছে যমুনার জল। দিল্লিতে বন্যার জেরে ঘরছাড়া অন্তত ১৪ হাজার মানুষ।

    উল্লেখ্য, গরম যখন পুড়ছে গোটা দেশ, সেই এপ্রিল-মে মাসেই সাবধান করেছিল মৌসম ভবন—চলতি মরশুমে বিপুল বৃষ্টিপাত হবে। চলবে সেই অক্টোবর অবধি। অক্ষরে অক্ষরে সেই ভবিষ্যদ্বাণী মিলিয়ে রাজ্যে রাজ্যে চলছে ভয়ংকর বর্ষণ। যা থেকে মেঘভাঙা বৃষ্টি, বন্যা, ধস নামার মতো ঘটনায় মৃত্যু হচ্ছে মানুষের, ভেঙে পড়ছে যোগাযোগ ব্যবস্থা। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, পাঞ্জাব- প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তর ভারতের একের পর রাজ্য। তবে ভোগান্তি আগামী দিনে আরও বাড়বে, আশঙ্কাবাণী হাওয়া অফিসের।
  • Link to this news (প্রতিদিন)