• টেবিলে শুয়ে প্রধান শিক্ষিকা, পা টিপছে খুদে পড়ুয়ারা! ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়
    প্রতিদিন | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্ল্যাক বোর্ডে ডেকে অঙ্ক কষতে দেওয়া নয়। কাছে ডেকে খুদেদের দিয়ে পা টেপানোর অভিযোগ উঠল শিক্ষিকার বিরুদ্ধে। ভাইরাল হয়েছে সেই ভিডিও (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা গিয়েছে, টেবিলের উপর শুয়ে শিক্ষিকা। পায়ের কাছে কয়েকজন খুদে পড়ুয়া। তারা টিপে দিচ্ছেন শিক্ষিকার পা। শিক্ষিকার শাড়ি উঠে গিয়েছে প্রায় হাঁটুর উপরে। সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও। তারপরই নিন্দার ঝড় সর্ব মহলে।

    ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ধর্মপুরী জেলার মাভেরিপট্টি প্রাথমিক বিদ্যালয়ে। ওই স্কুলে প্রায় ৩০জন গ্রামের বাচ্চারা পড়াশোনা করে। ভাইরাল হওয়া একটি ফুটেজে দেখা গিয়েছে, প্রধান শিক্ষিকা কালাইভানি, শ্রেণিকক্ষের টেবিলে শুয়ে খুদেদের দিয়ে পা টিপে দিতে বলছেন। ভিডিওটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ স্কুলের প্রধান শিক্ষিকাকে ডেকে পাঠিয়েছেন। স্কুল পরিদর্শনও করেন তাঁরা। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।  প্রধান শিক্ষিকা দোষী প্রমাণিত হলে তাঁকে শাস্তি দেওয়া হবে।

    সম্প্রতি, কেরলের একটি স্কুলে এক দশম শ্রেণির এক ছাত্রকে খারপভাবে মারধরের অভিযোগ ওঠে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মারধরে ছাত্রের কান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ। সেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। সেই আবহে আরও একটি স্কুলে ছাত্রদের দিয়ে অপ্রীতিকর কাজ করানোর অভিযোগ উঠল।
  • Link to this news (প্রতিদিন)