• ভুয়ো ভাউচার দেখিয়ে টাকা আত্মসাৎ! বিডিওর অভিযোগে গ্রেপ্তার সিপিএম পঞ্চায়েত প্রধান
    প্রতিদিন | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • রমণী বিশ্বাস, তেহট্ট: বাম কংগ্রেস পরিচালিত কানাইনগর পঞ্চায়েতের সিপিএম প্রধান টগরী ঘোষকে গ্রেপ্তার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে ভুয়ো ভাউচার দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল। তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন খোদ বিডিও। তারপরই মঙ্গলবার প্রধানকে গ্রেপ্তার করে তেহট্ট থানার পুলিশ। আজ, বুধবার তাঁকে তেহট্ট মহকুমা আদালতে তোলা হয়।

    স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস আগে দরপত্র প্রক্রিয়ার অনিয়ম ও নিয়ম বহির্ভূতভাবে ঠিকাদারকে লক্ষাধিক টাকা দেওয়ার অভিযোগ উঠেছিল ওই পঞ্চায়েতের প্রধান টগরী ঘোষের বিরুদ্ধে। সেসময় তেহট্ট ১ ব্লকের বিডিও থানায় লিখিত অভিযোগ জানান। তবে আগাম জামিন নিয়ে ফের পঞ্চায়েতের কাজ শুরু করেন টগরী ঘোষ। তাঁর বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ তোলে তৃণমূল। বিভিন্ন প্রকল্প, একাধিক কাজে আগে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল। প্রধানের বিরুদ্ধে অভিযোগ ওঠে ভুয়ো ভাউচার দেখিয়ে টাকা আত্মসাৎয়ের। অভিযোগ, বিভিন্ন সরকারি কাজ করার জন্য সরঞ্জাম কেনার নাম করে ভুয়ো ভাউচার দেখিয়ে টাকা তুলেছিলেন প্রধান।

    সেই অভিযোগ পৌঁছয় ব্লক অফিসের দপ্তরে। ব্লক অফিস থেকে তদন্ত শুরু হয়। সূত্রের খবর, সম্প্রতি সেই তদন্ত প্রক্রিয়া শেষ হয়। আর তাতেই প্রাথমিকভাবে ব্লক কর্তৃপক্ষ প্রধানের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগের প্রয়োজনীয় নথি সংগ্রহ করে। এরপরেই মঙ্গলবার সকালে প্রধান টগরী ঘোষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন বিডিও। পঞ্চায়েতের বিরোধী দলনেতা তৃণমূলের রজব মণ্ডল বলেন, “প্রথম থেকেই দুর্নীতি করে চলেছেন এই প্রধান। আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছি। অনেক আগেই গ্রেপ্তার হওয়ার দরকার ছিল।”

    তেহট্ট ১-এর বিডিও সঞ্জীব সেন বলেন, “তদন্তের পর বিভিন্ন দুর্নীতির নথি সামনে আসার পর থানায় অভিযোগ করেছি। বাকিটা পুলিশ প্রশাসন দেখছে।” যদিও সিপিএমের অভিযোগ, ওই পঞ্চায়েত প্রধানকে ফাঁসানো হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)