ভয়াবহ দুর্ঘটনা রিষড়ার টেক্সটাইল কারখানায়, কেবল বিস্ফোরণে ঝলসে গেলেন চার শ্রমিক
প্রতিদিন | ০৪ সেপ্টেম্বর ২০২৫
সুমন করাতি, হুগলি: ভয়াবহ দুর্ঘটনা রিষড়ার জয়শ্রী টেক্সটাইল কারখানায়। কেবল বিস্ফোরণে ঝলসে আশঙ্কাজনক চার শ্রমিক। ঘটনার পরেই শ্রীরামপুর ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। কিন্তু অবস্থা আশঙ্কাজনক অবস্থায় দ্রুত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় ওই চার শ্রমিককে। জানা গিয়েছে, আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। কীভাবে এই বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রিষড়া থানার পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই ঘটনা ঘটতে পারে। যদিও এই বিষয়ে আরও নিশ্চিত হতে ফরেনসিককে ডাকা হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, বুধবার দুপুরে মাটির নীচে কেবল পাতার কাজ চলছিল। হঠাৎ করেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা যায়, ঘটনার সময় একাধিক শ্রমিক কাজ করছিল সেখানে। বিস্ফোরণের পরই ভয়াবহ আগুন জ্বলে যায়। একেবারে ঝলসে যান কর্মরত ওই চার শ্রমিক। দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন অন্যান্য কর্মীরা।
গুরুতর দগ্ধ অবস্থায় ওই চার শ্রমিককে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরিস্থিতি গুরুতর হওয়ায় দ্রুত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় আহতদের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা।