• আসছে নতুন GST রেট, কোন কোন পণ্যের দাম বাড়বে? সস্তা হবে কী কী? রইল সম্পূর্ণ তালিকা
    এই সময় | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • কেন্দ্রীয় সরকারের প্রস্তাবে সিলমোহর দিয়েছে GST কাউন্সিল। বুধবার প্রায় ৮ ঘণ্টার বৈঠক শেষে নতুন GST হার ঘোষণা করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে, ‘নেক্সট জেন GST রিফর্ম’।

    কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, ১২ এবং ২৮ শতাংশের GST হার তুলে দেওয়া হলো। এখন থেকে ৫, ১৮ এবং ৪০ শতাংশ হারে GST নেওয়া হবে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে লাগু হবে নতুন হার। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, নতুন হারে কী কী জিনিসের দাম বাড়বে? আর সস্তা হবে কোন কোন পণ্য? এখানে রইল সম্পূর্ণ তালিকা।

    নিত্যপ্রয়োজনীয় সামগ্রী

    ইউএইচটি দুধ, পনির, পরোটা, পিজ্জা ব্রেড এবং রুটি - এই সব পণ্যের উপর থেকে GST তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনও কর দিতে হবে না।

    মাখন, ঘি, চিজ, জ্যাম, সস, স্যুপ, পাস্তা, নোনতা এবং মিষ্টি দ্রব্যে ৫ শতাংশ হারে GST দিতে হবে। আগে GST হার ছিল ১২ থেকে ১৮ শতাংশ।

    কাঠবাদাম, পেস্তা, কাজু, খেজুর, কমলালেবু প্রভৃতি শুকনো ফল এবং সাইট্রাস ফলে ৫ শতাংশ হারে GST দিতে হবে।

    স্বাস্থ্য পরিষেবা

    Agalsidase Beta, Onasemnogene, Daratumumab, Alectinib-এর মতো জীবনদায়ী ওষুধে GST শূন্য।

    অধিকাংশ ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, ডায়াগনস্টিক কিট, ব্যান্ডেজ, থার্মোমিটার ও অক্সিজেনের উপর GST হার কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আগে ১২ থেকে ১৮ শতাংশ হারে GST দিতে হতো।

    পরিবহণ ও আবাসন

    সিমেন্টে GST হার ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে।

    ট্র্যাক্টর, সাইকেল, ৩৫০ সিসি-র নীচে মোটরসাইকেল, ছোট গাড়ি (পেট্রোল/ডিজেল ১২০০–১৫০০ সিসি) ইলেকট্রিক ও হাইব্রিড ভেহিক্যাল এবং অ্যাম্বুল্যান্সেও GST হার কমানো হয়েছে।

    মার্বেল, গ্রানাইট ব্লক এবং পরিবেশবান্ধব বিল্ডিং মেটেরিয়ালে GST দিতে হবে ৫ শতাংশ হারে।

    এছাড়াও তেল, শ্যাম্পু, টুথপেস্ট, সাবান, শেভিং প্রোডাক্ট, ট্যালকম পাউডার, টুথব্রাশ, মোমবাতি ও দেশলাইয়ে এখন থেকে ৫ শতাংশ হারে GST দিতে হবে। খাতা, পেনসিল, শার্পনার, রাবার-এর মতো স্টেশনারি সামগ্রীরও দাম কমতে চলেছে। খেলনা, ক্রীড়া সামগ্রী, বাঁশ বা বেতের তৈরি হস্তশিল্প ও আসবাবের উপর থেকেও GST কমানোর সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল।

    তামাক ও স্বাস্থ্যার জন্য ক্ষতিকর দ্রব্য

    পানমশলা, গুটখা, চিবোনো তামাক এবং সিগারেটে GST ২৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে।

    কার্বোনেটেড সফট ড্রিঙ্কস, ক্যাফেইনযুক্ত পানীয় ও ফল থেকে তৈরি ফিজি ড্রিঙ্কসও ৪০ শতাংশ GST-এর আওতায় আসবে।

    বিলাসবহুল পণ্য

    ১২০০ ও ১৫০০ সিসি-র বেশি ইঞ্জিনের এসইউভি ও বড় গাড়ি, ৩৫০ সিসি-র বেশি মোটরসাইকেল, ইয়ট, প্রাইভেট জেট, এমনকী রিভলভার ও পিস্তলে ৪০ শতাংশ হারে GST দিতে হবে।

  • Link to this news (এই সময়)