আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। ঘটনাটি জশপুর জেলায় ঘটে। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। একইসঙ্গে ২২ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার গভীর রাতে বাগিচা থানা এলাকায় সংঘর্ষটি হয়। খবর অনুযায়ী, জুরুডান্ড গ্রামে গণেশ বিসর্জনের একটি ধর্মীয় শোভাযাত্রায় মদ্যপ অবস্থায় এক চালক তাঁর এস ইউ ভি (SUV) নিয়ে ঢুকে পড়লে এই দুর্ঘটনা ঘটে৷ শোভাযাত্রায় এহেন সংঘর্ষে স্থানীয়দের মধ্যে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়৷। পুলিশের তথ্য অনুযায়ী, শোভাযাত্রায় শতাধিক স্থানীয় মানুষ অংশ নিয়েছিলেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় বাগিচা-জশপুর রোড দিয়ে চলছিল এই ধর্মীয় শোভাযাত্রাটি। হঠাৎ করে একটি বেপরোয়া এস ইউ ভি ( SUV) গাড়ি শোভাযাত্রায় প্রবেশ করে মুহূর্তে অনেককে চাপা দিয়ে দেয়। ঘটনার জেরে ঘটনাস্থলেই মারা যান তিনজন। তাঁদের কে পুলিশ শনাক্ত করেছে৷ ১৭ বছর বয়সী বিপিন প্রজাপতি, ১৯ বছর বয়সী অরবিন্দ কেরকেট্টা এবং ৩২ বছর বয়সী খিরোভতি যাদব।
ঘটনায় গুরুতর আহত একাধিক। খবর অনুযায়ী, ২২ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে গুরুতর আহতদের স্থানীয় সুরগুজা জেলার অম্বিকাপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যদের স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার জেরে অভিযুক্ত এস ইউ ভি চালক সুখসাগর বৈষ্ণব (৪০) কে পুলিশ গ্রেপ্তার করেছে। পাশাপাশি পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, উত্তর প্রদেশের একটি ভয়াবহ ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি গাড়ি হোটেলের কাঁচের দরজায় আচমকা ধাক্কা মেরে সেটিকে মুহূর্তের মধ্যে চূর্ণবিচূর্ণ করে ফেলছে। আর এই ঘটনায় আশেপাশের লোকজন আতঙ্কে ছুটে পালাচ্ছে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বেরেলির হোটেল র্যামাদায়। ঘটনা ঘিরে শোরগোল।
সূত্রে জানা গিয়েছে, একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে জানান, 'বেরেলিতেএকজন মহিলা আইনজীবী গাড়ি রিভার্স করতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর হোটেল র্যামাদার মেন দরজায় ধাক্কা মারেন এবং গাড়ি নিয়ে ভেতরে ঢুকে পড়েন। ঘটনার জেরে দরজার কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মানুষ প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছোটে।' সিসিটিভি ফুটেজ সামনে আসতেই দেখা গিয়েছে।
সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ঘটনাটি ঘটে ২৫ জুলাই রাত প্রায় ১১টা নাগাদ। ফুটেজে আরও দেখা গিয়েছে, বেশ কয়েকজন ব্যক্তি হোটেলের সামনে দাঁড়িয়ে ছিলেন। এরপর একটি এসিউভি (SUV গাড়ি রিভার্স করতে গিয়ে আচমকা নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যে গিয়ে সোজা কাঁচের দরজায় ধাক্কা মারে গাড়িটি।
ধাক্কার সঙ্গে সঙ্গে কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এবং উপস্থিত মানুষজন আতঙ্কে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। এসিউভি-টি হোটেলের লবির মধ্যে গিয়ে থেমে যায়।