হায়দরাবাদ: মঙ্গলবার দল সাসপেন্ড করেছে। বুধবার নিজেই দল ছাড়ার কথা ঘোষণা করলেন কে সি আর-কন্যা কে কবিতা। একইসঙ্গে এদিন তেলেঙ্গানা বিধান পরিষদের সদস্যপদ (এমএলসি) থেকে অব্যহতি চেয়ে স্পিকারের হাতে ইস্তফাপত্রও তুলে দেন। এরপর কবিতা কী করবেন, তার দিকে নজর তেলেঙ্গানার রাজনৈতিক মহলের। পরে সাংবাদিক সম্মেলনে আরও একবার ক্ষোভ উগরে দেন তুতোভাই তথা প্রাক্তন মন্ত্রী টি হরিশ রাওয়ের বিরুদ্ধে। সম্প্রতি বাবা চন্দ্রশেখরের বিরুদ্ধে সিবিআই তদন্ত নিয়ে দলের অন্দরেই ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন কবিতা। এরপরই তাঁকে সাসপেন্ড করে বিআরএস। দলের এহেন পদক্ষেপের নেপথ্যে পরিবারের সদস্যদেরই চক্রান্ত দেখছেন কবিতা। হরিশের পাশাপাশি সন্তোষ কুমারের নামও উল্লেখ করেন তিনি। দু’জনের মিলিত চক্রান্তেই সবকিছু হল বলে দাবি কবিতার। বুধবার এ প্রসঙ্গে বলতে গিয়ে সরাসরি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে হরিশ রাওয়ের যোগাযোগ রয়েছে বলেও দাবি তোলেন তিনি। ২০২৪ সালে দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন কবিতা। হাজতবাসও করতে হয় তাঁকে। তবে জেল থেকে ফিরে রাজনীতির ময়দানে নেমেছিলেন। সাংবাদিক