বিশেষ সংবাদদাতা, রায়পুর: ৪৫ বছরের পুরানো লুটিয়া বাঁধের একাংশ ভেঙে আকস্মিক বন্যা। ছত্তিশগড়ের বলরামপুর জেলার ধনেশপুর গ্রামে মঙ্গলবার গভীর রাতের এই বিপর্যয়ে ভেঙে পড়ে দুটি বাড়ি। ঘুমের মধ্যেই জলে ভেসে যায় ৭ জন। তারমধ্যে ৬ জন একই পরিবারের। এখনও পর্যন্ত ৪ জনের দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ ৩ জন। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছে এক মহিলা ও তাঁর পুত্রবধূর দের উদ্ধার করে প্রশাসন। বুধবার সকালে আরও দুটি দেহ পাওয়া যায়। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছন, ভারী বৃষ্টির কারণে ধনেশপুরের লুটিয়া বাঁধে ফাটল দেখা দেয়। এই জলাধারটি ১৯৮০-র দশকে নির্মাণ করা হয়েছিল। বাঁধে ফাটলের কারণে জলাধারের জল আশপাশে ঘরবাড়ি ও কৃষিজমি ভাসিয়ে দেয়।