১১০০ কোটি টাকা! দিল্লিতে বিক্রি হল নেহরুর স্মৃতি বিজড়িত বাংলো
বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
নয়াদিল্লি: রেকর্ড দামে বিক্রি হল প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর স্মৃতিবিজড়িত বাংলো। দিল্লির লুটিয়েন্স জোনের এই বাড়িটি ১১০০ কোটি টাকায় হস্তান্তর হয়েছে বলে খবর। এর আগে দেশের কোনও বসতবাড়ি এত দামে বিক্রি হয়নি বলেই দাবি বিশেষজ্ঞ মহলের। লুটিয়েন্সের এই ঐতিহাসিক বাংলোতে একসময় থাকতেন দেশের প্রথম প্রধানমন্ত্রী নেহেরু। প্রায় ৩.৭ একর বিস্তৃত এই বাংলোর মালিকানা এতদিন ছিল রাজস্থানের এক প্রাক্তন রাজ পরিবারের কাছে। বছরখানেক আগে বাড়িটি বিক্রির জন্য বিজ্ঞপ্তি জারি হয়। মালিকপক্ষ ১৪০০ কোটি দর হাঁকেন। তবে বাড়িটি বিক্রি হয়েছে ১১০০ কোটি টাকায়। কিনেছেন দেশেরই এক শিল্পপতি। আসলে দিল্লির লুটিয়েন্সকে দেশের সবথেকে হাই প্রোফাইল এলাকা বলা যায়। একাধিক নেতা-মন্ত্রীর বাস এখানে। উচ্চপদস্থ সরকারি আমলারাও থাকেন। মোট ৩০০০ বাংলো রয়েছে এই চত্বরে। তার মধ্যে ৬০০টি বাড়ি ব্যক্তিগত সম্পত্তি। এরই অন্যতম ছিল রেকর্ড দামে বিক্রি হওয়া বাড়িটি। অবস্থান তো বটেই, সেইসঙ্গে নেহরুর স্মতি জড়িয়ে থাকাই বাড়িটির আকাশছোঁয়া দামের কারণ বলে মনে করা হচ্ছে।