কাজে ফাঁকি? রেলে টিকিট পরীক্ষকদের বায়োমেট্রিক হাজিরা
বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কাজে ফাঁকি দিচ্ছেন রেল কর্মীরা? বহু ক্ষেত্রেই ডিউটিতে যোগ না দিয়েই কাজের রিপোর্ট ধরিয়ে দেওয়া হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। অন্তত এমনই অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে তাই ফিল্ড ওয়ার্ক করা কর্মীদের জন্য বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু করছে রেল। বিভিন্ন কার্যালয়ে বসে কাজ করা কর্মীদের ক্ষেত্রে এই ব্যবস্থা ইতিমধ্যেই রয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে নতুন হাজিরা ব্যবস্থা শুরু হচ্ছে টিকিট পরীক্ষকদের (টিটিই) জন্য। মালদহ ডিভিশন সহ বেশ কয়েকটি রেলওয়ে শাখায় ইতিমধ্যেই এব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মন্ত্রক শীর্ষ সূত্রে খবর, শীঘ্রই দেশব্যাপী এহেন বন্দোবস্ত কার্যকরের পথে হাঁটতে চলেছে রেল বোর্ড। গত ২৯ আগস্ট পূর্ব-মধ্য রেলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে চালু করা হয়েছে প্রথম ডিজিটাল টিটিই লবি। সরকারি সূত্রের ব্যাখ্যা, এই বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু হলে টিটিইদের ‘ওয়ার্কিং আওয়ার্স’ এবং ডিউটি স্টেটাস সংক্রান্ত রিয়েল টাইম আপডেট পেতে আর কোনও সমস্যা হবে না। ফলে কর্মী অপ্রতুল কি না, সেই ব্যাপারেও নিশ্চিত হওয়া যাবে। সরকারি সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, টিটিইদের কাছে যে ট্যাব থাকে, সেই ট্যাবেই বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি চালু করা হবে।