• ভারতকে আরও এস-৪০০ দিতে চলেছে রাশিয়া
    বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: অপারেশন সিন্দুরের পাল্টা ভারতে হামলার চেষ্টা চালিয়েছিল পাকিস্তান। কিন্ত তাদের এই চেষ্টায় কোনও লাভ হয়নি। আকাশপথে পাক হামলা রুখে দিয়ে তারিফ কুড়িয়েছে রুশ এয়ার ডিফেন্স সিস্টেম এস-৪০০। এবার এই সিস্টেমের আরও দু’টি ইউনিট হাতে পেতে চলেছে ভারত। ৩৯ হাজার কোটি টাকায় ২০১৮ সালে রাশিয়াকে এস-৪০০-র  পাঁচটি ইউনিট বরাত দেওয়া হয়েছিল। ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে তিনটি ভারতে এসেছে। সেগুলি উত্তর ও পশ্চিম সীমান্তে মোতায়েন রয়েছে। বাকি দু’টি ইউনিট ২০২৬ ও ২০২৭ সালে হাতে পাবে দিল্লি। সূত্রের খবর, বরাত সত্ত্বেও এস-৪০০ সরবরাহে বিলম্বর বিষয়টি গত বছর মস্কো সফরে রুশ কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সদ্য ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক বৈঠকেও প্রসঙ্গটি উত্থাপন করে নয়াদিল্লি। অপারেশন সিন্দুরের সময় এস-৪০০ প্রতিরক্ষা বর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভূমি থেকে বায়ু এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার তুলনা করা হয় ইজরায়েলের বিখ্যাত আয়রন ডোমের সঙ্গে। লালকেল্লা থেকে ৭৯তম স্বাধীনতা দিবসের ভাষণে বহিঃশত্রুর মোকাবিলায় অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম ‘সুদর্শন চক্র’ গড়ে তোলার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। সেই উচ্চাকাঙ্খী প্রকল্পকে মজবুত করতে আরও এস-৪০০ কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সূত্রে খবর। রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি-টেকনিক্যাল কোঅপারেশনের প্রধান দিমিত্রি সুগায়েভের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সেদেশের সংবাদমাধ্যমে।  তিনি বলেছেন, ‘ভারতের কাছে আমাদের এস-৪০০ রয়েছে। আমরা ভারতকে আরও এস-৪০০ দেব।’ অপারেশন সিন্দুরের সময় এস-৪০০কে ‘গেম চেঞ্জার’ বলে উল্লেখ করেছিলেন বায়ুসেনা প্রধান এ পি সিং। ৬০০ কিমি দূর থেকে শত্রুপক্ষের অস্ত্র শনাক্ত করতে পারে এস-৪০০। ৪০০ কিমির মধ্যে কোনও ক্ষেপণাস্ত্র উড়ে এলে স্বয়ংক্রিয়ভাবে তাদের প্রতিহত করে।
  • Link to this news (বর্তমান)