• ১ বছরে গাদকারি-পুত্রের সংস্থার ৩০ গুণ আয় বৃদ্ধি, সরব তৃণমূল
    বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: সিয়ান এগ্রো ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। গত  একবছরের ব্যবসা ও লাভের অঙ্কে গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে সংস্থাটি। এটি আবার কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গাদকারির পুত্র নিখিল গাদকারির সংস্থা। সংস্থার ব্যবসা এক বছরের বেড়েছে প্রায় ৩০ গুণ। আর তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূলের অভিযোগ, মোদি-গাদকারিরা নিয়ম তৈরি করছেন। নানা প্রকল্পের উদ্বোধন করছেন। আর সেই নিয়মকে কাজে লাগিয়ে ক্রমে ধনী হচ্ছে মন্ত্রীদেরই পরিবার। দেশের ‘প্রধান সেবক’ নরেন্দ্র নিজেও খাচ্ছেন আর দলের সঙ্গীদেরও খাওয়াচ্ছেন। 

    ২০২৪ সালের জানুয়ারিতে কার্বন ডাই অক্সাইড থেকে ইথানল উৎপাদনের কথা ঘোষণা করে নিখিলের সংস্থা সিয়ান। সেইসময় সংস্থাটি মশলা, ভোজ্য তেল বিক্রি করত। তাদের ব্যবসা ছিল ১৭ কোটির। লাভের পরিমাণ ছিল প্রায় ১০ লক্ষ। কিন্তু এক বছরের মধ্যেই অর্থাৎ চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সিয়ানের ব্যবসার পরিমাণ ৫১১ কোটি। লাভের পরিমাণ প্রায় ৫২ কোটি। অর্থাৎ ব্যবসা বেড়েছে প্রায় ৩০ গুণ। আর এই তথ্য সামনে আসার পর থেকে অনেকেই বিস্মিত। অল্পদিনে এই পাহাড় প্রমাণ আয়ের রহস্য কী? সম্প্রতি তা নিয়েই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের কথায়, বর্তমান ই-টোয়েন্টি জ্বালানি নীতির দিকে ঝুঁকেছে সরকার। এককথায় বলতে গেলে পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানো হচ্ছে। সরকারের ব্যাখা, এই নীতি তেল আমদানি কমাতে সাহায্য করবে, আখচাষিদের ব্যবসা বাড়াবে এবং পরিবেশ দূষণও রোখা যাবে। আর এই ইথানল তৈরি করছে গাদকারি পুত্র নিখিলের সংস্থা। তাই দুইয়ে দুইয়ে চার করতে কারও খুব একটা অসুবিধা হচ্ছে না। 

    তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপির জমানায় এটাই ‘লাভের নীতি’। প্রথমে মন্ত্রীরা নিয়ম তৈরি করেন। তারপর সেই নিয়মের ফায়দা তুলে সুফল পায় নেতা-মন্ত্রীদেরই পরিবার। আর এই নিয়মের গেরোয় পড়ে আমজনতা শুধু বিলের বোঝা যায়। টাকা গুনে যায়। এই তাসের ঘর ভেঙে পড়ার পর বিপুল ক্ষতির ভারও বইবে আমজনতা। ততদিনে আখের গুছিয়ে, আরও ধনী হয়ে কেটে পড়বে গাদকারির পরিবার।
  • Link to this news (বর্তমান)