কোন কোন পণ্যের উপর জিএসটি কমানো ও বাড়ানো হল? বাজারে সস্তা হবে কোন কোন সামগ্রী? পড়ুন বিস্তারিত..
বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর: জিএসটি কাঠামোতে বড়সড় পরিবর্তন আসবে। গত ১৫ আগস্ট লালকেল্লার মঞ্চ থেকে এমনটাই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাতেই কার্যত সিলমোহর দিল জিএসটি কাউন্সিল। বুধবার ছিল কাউন্সিলের বৈঠক। তাতেই সিদ্ধান্ত নেওয়া হয় এবার থেকে মাত্র দুটি ধাপ থাকবে জিএসটির। ৫ ও ১৮ শতাংশ। তবে কয়েকটি পণ্যকে ৪০ শতাংশে রাখা হয়েছে। এটি জিএসটির নতুন ধাপ। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন জিএসটির নতুন কাঠামো লাগু হবে চলতি সেপ্টেম্বর মাসের ২২ তারিখ থেকে। নতুন কাঠামোয় একগুচ্ছ পণ্যের কর মকুব হয়েছে। বেশ কিছু পণ্যের কর কমানো হয়েছে। যার ফলে একাধিক পণ্যে সস্তা হয়েছে।সেগুলি হল-দুধ, ছানা, পনির, রুটি, পাউরুটির উপর জিএসটি শূন্য। মাখন, ঘি, তেল, চি়জ, দুগ্ধজাত যাবতীয় পণ্য, বাদাম, খেজুর, আনারস, অ্যাভোকাডো, পেয়ারা, আম এবং অন্যান্য ফলের ক্ষেত্রে জিএসটি এখন ৫ শতাংশ। আগে ছিল ১২ শতাংশ। একই ধাপ রাখা হয়েছে নুডলস, পাস্তা, সসেজ, সংরক্ষিত বা রান্না করা মাংস, মাছ, জ্যাম, জেলি, মাশরুম, ইস্ট, সর্ষে, সয়াবিনের ক্ষেত্রেও। মধু, মিছরি, চকোলেট, কর্নফ্লেক্স, কেক, পেস্ট্রি, স্যুপ, আইসক্রিমের উপর এখন ৫ শতাংশ জিএসটি। আগে ছিল ১৮ শতাংশ। ব্যক্তিগত জীবন ও স্বাস্থ্য বিমার উপর থেকে জিএসটি মকুব করা হয়েছে। টিভি, এসি, ছোট গাড়ি, ৩৫০ সিসি-র নীচে বাইকের দাম কমছে। এই পণ্যগুলিতে ১৮ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে। কীটনাশকের উপর জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে করা হয়েছে। ফলে দাম কমবে উপকৃত হবেন কৃষকরা।দাম বাড়ছে বেশ কিছু পণ্যের। সেই পণ্যগুলির উপর ৪০ শতাংশ জিএসটি লাগু করা হয়েছে। বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট জেট, রেসিং গাড়ি, পান মশলা, বাড়তি চিনি মিশ্রিত পানীয়, ঠাণ্ডা পানীয়, তামাকজাত দ্রব্য, সিগারেট এগুলিতে ২৮ শতাংশ জিএসটি ছিল। যা বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে।