• ১৪ মাসের সাম্মানিক বকেয়া, গ্রামীণ হাসপাতালে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ
    বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, ইটাহার: ১৪ মাস ধরে সাম্মানিক পাচ্ছেন না ইটাহার ব্লকের অলটারনেটিভ ভ্যাকসিন ডেলিভারির সঙ্গে যুক্ত অস্থায়ী কর্মীরা। বুধবার বকেয়া সাম্মানিকের দাবিতে ইটাহার গ্রামীণ হাসপাতালের ভ্যাকসিন স্টোররুমের বাইরে বিক্ষোভ দেখান তাঁরা। গর্ভবতী ও শিশুদের জন্য ভ্যাকসিন বহনকারী এই কর্মীদের অভিযোগ, স্বাস্থ্যদপ্তরের গড়িমসিতেই সাম্মানিক মিলছে না। স্বাস্থ্যদপ্তর বকেয়া না দেওয়ায় কর্মীদের সাম্মানিক দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। বিএমওএইচ মনুগোড়া ফেবরিট এক্কার কথায়, আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

    স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ইটাহার ব্লকে মোট ৬২ টি উপস্বাস্থ্য কেন্দ্র। সেখানে প্রতিমাসে ৪ দিন গর্ভবতী ও শিশুদের ভ্যাকসিন দেওয়া হয় ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। সেই ভ্যাকসিন ইটাহার গ্রামীণ হাসপাতাল থেকে উপস্বাস্থ্য কেন্দ্রে  পৌঁছে দেওয়ার কাজে নিযুক্ত ৬২ জন চুক্তিভিত্তিক কর্মী। বহু বছর ধরে এই কর্মীরা ভ্যাকসিন পৌঁছে দেওয়ার কাজ করছেন। অভিযোগ, একবছরের বেশি সময় ধরে তাঁদের সাম্মানিক আটকে রয়েছে। দ্রুত বকেয়া মেটানোর দাবিতে এদিন ইটাহার গ্রামীণ হাসপাতাল চত্বরে বিক্ষোভে শামিল হন তাঁরা। 

    জয়হাট গ্রাম পঞ্চায়েতের মোহবুল হক বলেন, অল্প টাকার বিনিময়ে এই গুরুত্বপূর্ণ কাজ করি আমরা। তারপরও মাসের পর মাস আমাদের নূন্যতম পারিশ্রমিক আটকে রয়েছে।

    আরেক অস্থায়ী কর্মী আনেসুর রহমানের বক্তব্য, জেলা স্বাস্থ্য দপ্তর, বিডিও, বিধায়ক-সবাইকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। পুজোর আগে বকেয়া মেটানোর দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। দ্রুত বকেয়া না মিটলে  কর্মবিরতিতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন জরুরিকালীন কাজে যুক্ত এই কর্মীরা।  অস্থায়ী কর্মীদের বিক্ষোভ।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)