১৫ বছর ধরে মায়ের আরাধনা রেলগেট নলডুবি শিশু সঙ্ঘ মহিলা কমিটির
বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
মঙ্গল ঘোষ, পুরাতন মালদহ: নারীশক্তির জয়জয়কার। গত ১৫ বছর দুর্গাপুজোর আয়োজন করে আসছেন পুরাতন মালদহের মঙ্গলবাড়ি রেলগেট নলডুবি শিশু সঙ্ঘ মহিলা কমিটির সদস্যরা। স্থানীয় বাসিন্দারা সাহায্যের হাত বাড়িয়ে দিলেও পুজোর মূল দায়িত্ব মহিলা উদ্যোক্তাদের। কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিমা নিয়ে আসা, বাজার করা, এলাকায় চাঁদা সংগ্রহ সহ সব কাজ করেন। বাজেট খুব বেশি না হলেও সাবেকি মূর্তিতে পুজোর আয়োজনে কোনও খামতি রাখা হয় না। পাঁচদিন খিঁচুড়ি, অন্ন, লুচি, পায়েস ভোগ হয়। ভিড় উপচে পড়ে অঞ্জলি দিতে।
উদ্যোক্তাদের সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবাড়িতে বেশকয়েকটি দুর্গাপুজো হলেও এলাকার মহিলারা বাইরে গিয়ে আনন্দ উপভোগ করতে পারতেন না। সেজন্য দেড় দশকের বেশি আগে ওই এলাকার মহিলারা উদ্যোগ নিয়ে পুজোর সূচনা করেন। বর্তমানে মহিলা কমিটিতে সাতজন মূল দায়িত্বে রয়েছেন। সভাপতি বিজন্তি দাস, সম্পাদক আন্না কর্মকার, কোষাধ্যক্ষ টুম্পা বর্মন রয়েছেন। কমিটির অন্য সদস্য হিসাবে রয়েছেন রূপা এবং শিল্পী কাঁসারি, বিলাসি এবং শ্যামলী দাসেরা। কোষাধ্যক্ষ বলেন, দুর্গাপুজো মানেই প্রচুর খরচ। আমাদের ক্লাবের নিজস্ব জায়গা নেই বলে সরকারি অনুদান পাই না। তবুও কষ্ট করে চাঁদা তুলে ২০১০ সাল থেকে পুজোর আয়োজন করছি। আমরা সাতজন খুব পরিশ্রম করি। তাড়াতাড়ি মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে যাবে। নিজস্ব চিত্র