ফুলবাড়িতে তৃণমূলের মিছিল, ঘুরিয়ে শক্তি প্রদর্শন নয়া ব্লক সভাপতির
বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, শিলিগুড়ি: বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে বুধবার বিকেলে ফুলবাড়িতে মিছিল করল তৃণমূল কংগ্রেস। ভিনরাজ্যে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাংলাদেশি তকমা দিয়ে শারীরিক নির্যাতনের ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে এদিন শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ির ব্যাটালিয়ন মোড় থেকে ফুলবাড়ি বাজার পর্যন্ত মিছিলের কর্মসূচি নিয়েছিল ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস। মিছিল ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক তৃণমূলের নতুন সভাপতি দিলীপ রায়ের সাংগঠনিক শক্তি পরীক্ষারও বিষয় ছিল। প্রায় দেড় বছর ধরে এখানে তৃণমূলের ব্লক সভাপতির পদ শূন্য ছিল। নেতৃত্বের অভাবে বহু জায়গায় বুথ কমিটি বসে গিয়েছে। অনেক জায়গায় বুথ কমিটি গঠন হয়নি। এই অবস্থায় সম্প্রতি ব্লক সভাপতির দায়িত্ব পেয়েছেন দিলীপ রায়। অল্প কয়েকদিনের মধ্যে তিনি সংগঠনকে কতটা শক্তিশালী করতে পারলেন বা দলের নেতা-কর্মীরা নতুন ব্লক সভাপতি হিসেবে তাঁকে কীভাবে গ্রহণ করছেন, তা এই মিছিলের মধ্যে দিয়েই ধরা পড়ল।
আর সেই পরীক্ষায় দিলীপ রায় উত্তীর্ণ। তবে ধরা পড়েছে, নেতৃত্বের অভাবে সাধারণ কর্মী সমর্থকরা দলের কর্মসূচি সম্পর্কে পরিচিত হতে পারছেন না। মিছিলে আসা প্রচুর মহিলা ও যুবকে মিছিলের কারণ সম্পর্কে জিজ্ঞেস করা হলে অনেকেই উত্তর দিতে পারেননি। কেউ বলেছেন, মমতার মিছিল, কেউ বলেছেন রাস্তার দাবিতে। কেউ বলেছেন আমাদের ঘর নেই, ঘরের দাবিতে। মিছিলে অংশ নেওয়া তৃণমূলের সাধারণ কর্মী সমর্থকদের একাংশের এ ধরনের উত্তরে ওয়াকিবহাল মহলের ধারণা, দীর্ঘদিন ধরে ব্লক সভাপতি না থাকায় সাংগঠনিক দিক থেকে শূন্যতা তৈরি হয়েছে। সেকারণেই তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে দলের কর্মসূচি নিয়ে শীর্ষ নেতৃত্বের সমন্বয়ের অভাব তৈরি হয়েছে। তবে তৃণমূল নেতৃত্বে দাবি, নতুন ব্লক সভাপতির নেতৃত্বে দ্রুত এই দূর্বলতা কাটিয়ে ডাবগ্রাম-ফুলবাড়িতে তৃণমূল চাঙ্গা হবে। হারানো জমি উদ্ধার করবে।
মিছিলে ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মণীষা রায়, দলের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা। শামিল ছিলেন তৃণমূলের বিপুল কর্মী সমর্থক। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিজস্ব চিত্র