জীর্ণ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই স্থায়ী কর্মী, সংস্কারের দাবি অভিভাবকদের
বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, তপন: রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ জামালপুরে বেহাল অঙ্গনওয়াড়ি কেন্দ্র আট বছরেও সংস্কার হয়নি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের টিনের ছাউনি মরিচা ধরে খসে পড়েছে। দেওয়ালে ফাটল ধরেছে। পলেস্তারা খসে ইট বেরিয়ে পড়েছে। বর্ষাকালে অবস্থা আরও শোচনীয়। ঘরে জল ঢুকে জমে যায়। ফলে অস্বাস্থ্যকর পরিবেশেই শিশুদের খাবার তৈরি করতে হয়। এবিষয়ে তপনের বিডিও তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির মধ্যে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংস্কার কাজ ধরা আছে। শীঘ্রই কাজ শুরু হবে। স্থানীয়দের অভিযোগ, ভারী বৃষ্টি হলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না বন্ধ রাখতে হয়। হালকা বৃষ্টি বা ঝড়-রোদে সহায়িকা ও কর্মীদের অস্বাস্থ্যকর পরিবেশে রান্না চালাতে হয়। বর্তমানে ওই কেন্দ্রে স্থায়ী কর্মী নেই। সপ্তাহে মাত্র দু’দিন মদনাহার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে একজন কর্মী এসে এই কেন্দ্র দেখভাল করেন। বাকি দিনগুলিতে সহায়িকা আলো ওরাওঁ সমস্ত দায়িত্ব সামলান। এই কেন্দ্রে প্রায় ২৫ জন শিশু, গর্ভবতীদের পুষ্টিকর খাবার দেওয়া হয়। কিন্তু কেন্দ্রের করুণ পরিস্থিতি দেখে শিশুদের পাঠাতে অনীহা প্রকাশ করেছেন অভিভাবকরা। দক্ষিণ জামালপুরের বাসিন্দা স্বপন বর্মন বলেন, এলাকার মধ্যে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র সবচেয়ে পুরনো। অথচ নির্মাণের পর থেকে কোনও সংস্কার হয়নি। সহায়িকা আলো বলেন, স্থায়ী কর্মী না থাকায় আমাকেই সবটা সামলাতে হয়। বহুবার পঞ্চায়েত ও ব্লক অফিসে জানিয়েছি। কিন্তু কোনও কাজ হয়নি। নিজস্ব চিত্র