কাটা সার্ভিস চালিয়ে ক্ষতির অভিযোগ দ্বারকেশ্বর অস্থায়ী সেতুর দাবি বাস মালিকদের
বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: কাটা সার্ভিস চালাতে গিয়ে ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এমনই অভিযোগ বাস মালিকদের। তাঁরা আরামবাগের সঙ্গে যোগাযোগের জন্য দ্বারকেশ্বর নদের উপর অস্থায়ী সেতুর দাবিতে সরব হয়েছেন। তারজন্য সাতদিনের ডেডলাইন বেঁধে দিয়েছে মালিক সংগঠন। না হলে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বাস মালিক সংগঠনের দাবি, গত মাসে তারা মুখ্যমন্ত্রী সহ প্রশাসনের বিভিন্নস্তরে চিঠি দিয়ে অস্থায়ী সেতু নির্মাণের ব্যাপারে সওয়াল করেছিল। বুধবারও মহকুমা প্রশাসনের সঙ্গে তারা ফোনে যোগাযোগ করে। কিন্তু, কোনও সদুত্তর মেলেনি। তাই সাত দিনের সময়সীমা তারা বেঁধে দিয়েছে।
হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা গোলাম মোস্তফা বলেন, এখন কাটা সার্ভিস করে বাস চালাতে হচ্ছে। এর ফলে বাস মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। রামকৃষ্ণ সেতুর মেরামতি যতদিন না হচ্ছে ততদিন পাশে একটি আস্থায়ী সেতু করে দিলে বাসগুলি যাতায়াত করতে পারবে। তারসঙ্গে স্থায়ী দ্বিতীয় সেতুও প্রয়োজন। এই দাবি ইতিমধ্যেই আমরা মুখ্যমন্ত্রী ও প্রশাসনকে জানিয়েছি। কিন্তু, অস্থায়ী সেতু হওয়া নিয়ে কোনও উদ্যোগ চোখে পড়ছে না। কাটা সার্ভিস করে বেশিদিন বাস চালানো সম্ভব নয়। তাই এদিন মহকুমা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। বাস কর্মী ও যাত্রীদের কিছু অসুবিধা নিয়ে বলেছি। তিনি অবশ্য আশ্বাস দিয়েছেন। তবে অস্থায়ী সেতুর বন্দোবস্ত না হলে আমরা আগামী সাতদিন পর বাস চালাতে পারব কি না, তা নিয়ে আলোচনায় বসব। অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিতেও হতে পারে।
ওই বাস মালিক সংগঠনের সম্পাদক গৌতম ধোলে বলেন, রামকৃষ্ণ সেতুর মেরামতি কাজের গতি সন্তোষজনক নয়। আগামী বছরেও সেতুর কাজ সম্পূর্ণ হবে কি না, তা নিয়ে নিশ্চয়তা নেই। এই পরিস্থিতিতে কাটা সার্ভিসে বাস চালাতে নানা সমস্যা হচ্ছে। বাসকর্মীদের শৌচাগার ব্যবহারেও খরচ দিতে হচ্ছে। তাই নদীতে হিউম পাইপ বসিয়ে অস্থায়ী সেতুর ব্যবস্থা না হলে আমাদের পক্ষে বাসের পরিষেবা দেওয়া কার্যত অসম্ভব। সাতদিন পর মহকুমা প্রশাসনের সঙ্গে এব্যাপারে আলোচনা করে পরবর্তীকালে বাস চালানো নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।
আরামবাগের সাংসদ মিতালি বাগ বলেন, বিকল্প সেতুর ব্যাপারে প্রশাসন ইতিমধ্যেই পরিকল্পনা নিয়েছে। কিন্তু, তা সময় সাপেক্ষ। বাস মালিক সংগঠনকে বিগত বৈঠকেই তা জানিয়েছে পূর্তদপ্তর। পূর্তদপ্তরের এক ইঞ্জিনিয়ার বলেন, বিকল্প ও অস্থায়ী সেতু নির্মাণের প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিকল্প সেতুর জন্য পরিকল্পনা শুরু হয়েছে। প্রাথমিক সমীক্ষাও হয়েছে। তবে অস্থায়ী সেতু নির্মাণ করাও সময় সাপেক্ষ। নদীতে এখন জল রয়েছে। উল্লেখ্য, গত আগস্ট মাসের প্রথম দিকে দ্বারকেশ্বর নদের উপর রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের একাংশ ভেঙে পড়ে। তারপরই ভারী যান সহ বাস চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। কালীপুরে হয়েছে অস্থায়ী বাসস্ট্যান্ড। সেখান থেকে টোটো ও হেঁটে আরামবাগ শহরে যাতায়াত করতে হচ্ছে। অভিযোগ, কালীপুরে যাত্রী ও বাসকর্মীদের স্বছন্দের পর্যাপ্ত ব্যবস্থা নেই। বাসকর্মীদের অস্থায়ী শিবির, যাত্রীদের জন্য শেড প্রভৃতি নির্মাণেরও দাবিও বাস মালিকদের। ছবি: দ্বারকেশ্বর সেতু