• প্রাক্তন চেয়ারম্যানের ছেলে দাগিদের তালিকায়, এপ্রিল থেকেই উধাও চাকদহের সেই গুণধর
    বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: এসএসএসি’র প্রকাশিত দাগি শিক্ষকদের তালিকায় রয়েছেন চাকদহের প্রাক্তন পুর প্রধানের পুত্রও! ২০১৮ সালে চাকরিতে যোগ দেওয়া ওই নেতাপুত্র কর্মরত ছিলেন নদীয়ার চাকদহ ব্লকেরই একটি উচ্চমাধ্যমিক স্কুলে। যদিও সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিলের প্রথম নির্দেশের পর থেকেই ‘বেপাত্তা’ তিনি। ফের বিষয়টি প্রকাশ্যে আসতে বিড়ম্বনায় পড়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তবে, প্রাক্তন পুরপ্রধান, বর্তমানে তৃণমূলের কাউন্সিলার দীপক চক্রবর্তী এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তিনি শুধু বলেছেন, ‘যা বলার ১৪ সেপ্টেম্বরের পরে বলব।’  

    চাকদহ ব্লকের অন্তর্গত দুবড়া গৌরীপুর এলাকার নামজাদা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কালীপদ বিদ্যামন্দির। সেখানেই প্রায় ৭ বছর ধরে কর্মরত ছিলেন শুভদীপ চক্রবর্তী। তিনি দীপকবাবুর ছেলে। সূত্রের খবর, ওই উচ্চ মাধ্যমিক স্কুলের এডুকেশনের শিক্ষক ছিলেন শুভদীপ। নিয়মিত স্কুল করতেন। যদিও এপ্রিল মাসের গোড়ার দিকে সুপ্রিমকোর্টের চাকরি বাতিল নিয়ে প্রথম রায়ের পর থেকেই তাঁকে আর স্কুলে যেতে দেখা যায়নি। আচমকা স্কুলের এডুকেশনের শিক্ষকের চাকরি বাতিল হয়ে যাওয়া এবং তিনি আসা বন্ধ করে দেওয়ায় বিপাকে পরে স্কুল কর্তৃপক্ষ। এবার দাগি শিক্ষকদের তালিকায় শুভদীপের  নাম প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে। বিষয়টি নিয়ে দুবড়া কালিপদ বিদ্যামন্দিরের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জীব ভৌমিক বলেন, ‘অন্যান্য শিক্ষকরা যেভাবে স্কুলে জয়েন করেন, সেভাবেই তিনি করেছিলেন। ফলে প্রথম থেকে সন্দেহ হওয়ার কোনও কারণ ছিল না।  পড়ুয়াদের সঙ্গে তাঁর সম্পর্কও ছিল বেশ ভালো। কিন্তু সুপ্রিমকোর্টে চাকরি বাতিলের রায় ঘোষণা হওয়ার পর থেকেই অর্থাৎ এপ্রিল মাস থেকেই তিনি বন্ধ করে দিয়েছেন স্কুলে আসা। এতে আমাদের সমস্যায় পড়তে হয়েছে। সম্প্রতি দেখলাম ওই শিক্ষকের নাম তালিকায় রয়েছে।’ স্কুল পরিচলন সমিতির কর্মকর্তা সৌমেন চট্টোপাধ্যায় বলেন, ‘আমি এই বিষয়টি নিয়ে মন্তব্য করতে পারব না।। আগে আমি পরিচালন কমিটিতে ছিলাম। আমাদের স্কুলে নতুন যে কমিটি তৈরি হয়েছে, তাতে আমি নেই।’ তৃণমূল নেতা তথা প্রাক্তন পুর চেয়ারম্যান দীপক চক্রবর্তী একদা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন এলাকায়। তাঁর ছেলের নাম দাগিদের তালিকায় প্রকাশ পেতেই  কটাক্ষ করেছে বিজেপি। দলের নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র সোমনাথ কর বলেন, ‘তৃণমূল মানেই দুর্নীতি। একের পর এক তৃণমূল নেতার পরিবারের লোকজনের নাম উঠে আসছে দাগি শিক্ষকদের তালিকায়। এরা গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে যাবে।’ 

     কালীপদ বিদ্যামন্দির। (ইনসেটে) শুভদীপ চক্রবর্তী। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)