টিআই প্যারেডে ঈশিতার মা ও ভাই চিহ্নিত করল দেশরাজকে
বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কৃষ্ণনগর সংশোধনাগারে বুধবার কলেজ ছাত্রী ঈশিতা মল্লিক খুনে অভিযুক্তকে চিহ্নিত করার জন্য টিআই প্যারেড হয়। এদিন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টিআই প্যারেডে ঈশিতার মা কুসুম মল্লিক এবং ভাই করণ মল্লিক অভিযুক্ত দেশরাজ সিংকে চিহ্নিত করে। দেশরাজকে সামনে দেখেই কুসুমদেবী উত্তেজিত হয়ে ওঠেন। তারপর কান্নায় ভেঙে পড়েন তিনি। উপস্থিত মহিলা পুলিশ কর্মীরা কোনওক্রমে তাঁকে শান্ত করেন। দেশরাজকে আজ, বৃহস্পতিবার কৃষ্ণনগর আদালতে আবার পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিস জানিয়েছে।
এব্যাপারে কুসুমদেবী বলেন, আমি একশো শতাংশ নিশ্চিত, এই ছেলেটিই আমার বাড়িতে এসেছিল। কীভাবে আমার নিষ্পাপ মেয়েকে গুলি করে খুন করল, আমি এখনও সেটা ভাবতেই পারছি না। ঈশিতার বাবা দুলাল মল্লিক বলেন, দেশরাজের ফাঁসির সাজা চাইছি। আমরা আগেও পুলিসের উপর ভরসা করেছি। এখনও করছি। পুলিস তাদের কাজ একশো শতাংশ করেছে। এবার আমরা আদালতের উপর ভরসা রাখছি। উল্লেখ্য, গত ২৫ আগস্ট দুপুরে কৃষ্ণনগরের মানিকপাড়ায় নিজের বাড়ির দোতলায় দেশরাজের মুখোমুখি হয়েছিলেন কুসুমদেবী। আন্টি আপনার সঙ্গে কথা আছে, এই বলে এগিয়ে আসতেই ঘর থেকে দেশরাজকে বেরিয়ে যেতে বলেছিলেন তিনি। যদিও ততক্ষণে ঈশিতাকে গুলি করে খুন করে ফেলেছিল দেশরাজ। তারপর কুসুমদেবীকেও লক্ষ্য করে গুলি চালায় দেশরাজ। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান কুসুমদেবী।
খুনের পর দেশরাজ এক সপ্তাহেরও বেশি সময় গা-ঢাকা দেয়। পরে নেপালে পালানোর আগেই উত্তরপ্রদেশ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিস। বুধবার টিআই প্যারেডের জন্য কুসুমদেবী ও করণকে কৃষ্ণনগর সংশোধনাগারে নিয়ে যায় পুলিস। সেখানে দেশরাজকে দেখেই, মা-ছেলে তাকে চিহ্নিত করে। -নিজস্ব চিত্র